SIR-এর জন্য হিয়ারিং শুরু হবে, তার আগেই জেনে নিন কমিশন ডাকলে কী করতে হবে

Published : Dec 14, 2025, 04:04 PM IST

SIR-এর কাজ জোর কদমে চলছে রাজ্যে। বাকি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি অতিরিক্ত সময় পেলেও পশ্চিমবঙ্গ SIRএর জন্য বাড়তি সময় পায়নি। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। 

PREV
16
SIR হিয়ারিং

SIR-এর কাজ জোর কদমে চলছে রাজ্যে। বাকি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি অতিরিক্ত সময় পেলেও পশ্চিমবঙ্গ SIRএর জন্য বাড়তি সময় পায়নি। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। এবার শুরু হয়েছে খসড়া তালিকা তৈরির কাজ। তারই জন্য ভোটারদের ডাকা হতে পারে হিয়ারিং-এ।

26
খসড়া ভোটার তালিকা

খসড়া ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্নই মানুষের মনে উঁকি দিচ্ছে। তালিকায় নাম না থাকলে কী করতে হবে? শুনানির নোটিশ কাদের পাঠানো হবে? শুনানিতে উপস্থিত না থাকতে পারলে কী করতে হবে? এই প্রশ্নগুলিরই উত্তর এখানেই পাবেন।

36
খসড়া তালিকায় নাম না থাকলে...

খসড়া ভোটার তালিকা যাচাই করার পর যদি কারও আপনার নাম না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে আপনাকে ফর্ম ৬ -এর অ্যানেক্টার ৪ সঠিকভাবে পুরণ করতে হবে। নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

46
শুনানি প্রক্রিয়া

আগামী ১৭ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু হতে চলেছে। এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নই হল- কাদের ডাকা হবে?

১। যাদের ২০০২ সালের তথ্যের সঙ্গে ২০২৫এর তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি।

২। যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা ২০০২ সালের অংশটি পুরণ করতে পারেনি।

৩। যাদের জমা দেওয়া তথ্যে কোনও ত্রুটি বা অসংগতি ধরা পড়েছে।

56
নোটিশ পাঠানোর পদ্ধতি

শুনানির জন্য নোটিশ কীভাবে পাওয়া য়াবে তা নিয়ে অনেকেই চিন্তিত। কমিশন জানিয়েছে ফোন বা এসএমএস-এর মাধ্যমে কাউকে ডাকা হবে না। বিএলওরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন।

66
শুনানির দিন পরিবর্তন

শুনানির দিন পরিবর্তন করা যাবে। তবে প্রয়োজনে কমিশন ভার্চুয়ালি শুনানির ব্যবস্থাও করতে পারে। শুনানির দিন পরিবর্তন করতে চাইলে ইআরও-র কাছে আবেদন করতে পারবেন। শারীরিক অসুস্থতার জন্য যারা শরীরে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।

Read more Photos on
click me!

Recommended Stories