দারুণ খবর! বিদ্যুতের বিলে বিশেষ ছাড় দিচ্ছে মমতা সরকার, নাম নথিভুক্ত করান নয়া প্রকল্পে

গরমের শুরুতে বিদ্যুতের বিল কমাতে মমতা সরকার নিয়ে এল 'হাসির আলো' প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী প্রতি মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন, ফলে সাশ্রয় হবে প্রায় ৩০০ টাকা। 

Sayanita Chakraborty | Updated : Apr 02 2025, 09:36 AM IST
110

ক্রমে বেড়ে চলেছে গরমের দাবদাহ। এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা সকলের।

210

এই সময় স্বস্তি পেতে ফ্যান ও এসি-ই ভরসা। আর এই কারণে সকলেই পকেটে পড়ছে বিস্তর চাপ। প্রতি মাসে আসছে মোটা টাকার বিল।

410

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও ভাতা-র জন্য মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে।

510

এবার প্রতি মাসে ৭৫ ইউনিট করে ফ্রি দেবে রাজ্য সরকার। আসছে নয়া প্রকল্প। এর দরুন মাসে ৩০০ টাকা করে সাশ্রয় হবে বিদ্যুতের বিলে।

610

প্রকল্পের নাম, হাসির আলো। এই স্কিমে নাম লেখাতে হবে নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে যোগাযোগ করুন।

710

নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে ইচ্ছুক গ্রাহকরা নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করা যাবে।

810

এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে।

910

তাই দেরি না করেন সদ্য যোগাযোগ করুন নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে। সেখানে নাম নথিভুক্ত করুন।

1010

এবার থেকে বিনামূল্যে মিলবে ৭৫ ইউনিট ফ্রি বিদ্যুৎ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos