Nidhi Aapke Nikat: আপনার জেলাতেও আয়োজিত হয়েছে 'নিধি আপকে নিকট', পিএফ সংক্রান্ত যেকোনও সমস্যা জানাতে পারবেন ক্যাম্পগুলিতে

Published : Feb 27, 2024, 11:51 AM IST
Nidhi Aapke Nikat

সংক্ষিপ্ত

পেনশনভোগীদের যেকোনও সমস্যারও সমাধান করা হবে এগুলিতে। পিএফ দফতরের কর্মী ও অফিসাররা সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন।

চাকুরীজীবীদের Provident Fund বা PF সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। প্রতিটি জেলায় সহায়তা ক্যাম্প করা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর তরফে। ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, এই ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে প্রত্যেকটি জেলায়। পেনশনভোগীদের যেকোনও সমস্যারও সমাধান করা হবে এগুলিতে। পিএফ দফতরের কর্মী ও অফিসাররা সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘নিধি আপকে নিকট’।

কলকাতায় এই ক্যাম্প হয়েছে জওহরলাল নেহেরু রোডের ইস্পাত ভবনে। কলকাতা নিকটবর্তী হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্পগুলি হয়েছে নারায়ণা হাসপাতাল এবং হুগলি জেলায় ডানকুনিতে মাদার ডেয়ারির কারখানায়। উত্তর ২৪ পরগনার বারাকপুর পুরসভার নিজস্ব কনফারেন্স হলে বসেছে এই পিএফ সহায়তা ক্যাম্প। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বোড়ালের কালু খান রোডের ড্রিম বেক এলাকায় এই ক্যাম্প হয়েছে।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার বাসুদেবপুরের করণ গ্লোবাল সিকিউরিটিজের অফিসে। পশ্চিম মেদিনীপুর জেলায় সেই ক্যাম্প হবে খড়্গপুরের খেমাশুলিতে। ঝাড়গ্রামের বলরামডিহির বজরং উদ্যোগে বসবে ক্যাম্প। মুর্শিদাবাদের রঘুনাথপুরের জেলা পরিষদ ডাকবাংলোর শরৎচন্দ্র পণ্ডিত অডিটোরিয়ামে। দুর্গাপুর অফিসের আওতায় ক্যাম্প হবে পূর্ব বর্ধমানের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার আরতি বেকারি, বাঁকুড়ার সোনামুখী পুরসভা। বীরভূম জেলায় বিকেটিপিপি থার্মাল পাওয়ার এবং পুরুলিয়ার ব্রাভো স্পঞ্জ আয়রন কারখানায়।



উত্তরবঙ্গের জেলাগুলিতেও পিএফ সংক্রান্ত ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। মালদা জেলায় মঙ্গলবাড়ি তাঁতিপাড়ার অতুল বিড়ি ফ্যাক্টরিতে

শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে দার্জিলিংয়ের মিরিকের সৌরিনি টি এস্টেট, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিডিও অফিস এবং দক্ষিণ দিনাজপুর জেলার দিলকান্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে। এর পাশাপাশি, দার্জিলিং আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে মেফেয়ার হোটেলে। যে কোনও নাগরিকদের পিএফ সংক্রান্ত অসুবিধা নিয়ে হাজির হতে পারেন এই ক্যাম্পগুলিতে। প্রতি বছরই নির্দিষ্ট সময়ে এই ক্যাম্পের আয়োজন করা হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর উদ্যোগে। এ বছর ফেব্রুয়ারি মাসে এই ক্যাম্পের আয়োজন করা হল।


 

 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন