Nidhi Aapke Nikat: আপনার জেলাতেও আয়োজিত হয়েছে 'নিধি আপকে নিকট', পিএফ সংক্রান্ত যেকোনও সমস্যা জানাতে পারবেন ক্যাম্পগুলিতে

পেনশনভোগীদের যেকোনও সমস্যারও সমাধান করা হবে এগুলিতে। পিএফ দফতরের কর্মী ও অফিসাররা সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন।

চাকুরীজীবীদের Provident Fund বা PF সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। প্রতিটি জেলায় সহায়তা ক্যাম্প করা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর তরফে। ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, এই ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে প্রত্যেকটি জেলায়। পেনশনভোগীদের যেকোনও সমস্যারও সমাধান করা হবে এগুলিতে। পিএফ দফতরের কর্মী ও অফিসাররা সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘নিধি আপকে নিকট’।

কলকাতায় এই ক্যাম্প হয়েছে জওহরলাল নেহেরু রোডের ইস্পাত ভবনে। কলকাতা নিকটবর্তী হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্পগুলি হয়েছে নারায়ণা হাসপাতাল এবং হুগলি জেলায় ডানকুনিতে মাদার ডেয়ারির কারখানায়। উত্তর ২৪ পরগনার বারাকপুর পুরসভার নিজস্ব কনফারেন্স হলে বসেছে এই পিএফ সহায়তা ক্যাম্প। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বোড়ালের কালু খান রোডের ড্রিম বেক এলাকায় এই ক্যাম্প হয়েছে।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার বাসুদেবপুরের করণ গ্লোবাল সিকিউরিটিজের অফিসে। পশ্চিম মেদিনীপুর জেলায় সেই ক্যাম্প হবে খড়্গপুরের খেমাশুলিতে। ঝাড়গ্রামের বলরামডিহির বজরং উদ্যোগে বসবে ক্যাম্প। মুর্শিদাবাদের রঘুনাথপুরের জেলা পরিষদ ডাকবাংলোর শরৎচন্দ্র পণ্ডিত অডিটোরিয়ামে। দুর্গাপুর অফিসের আওতায় ক্যাম্প হবে পূর্ব বর্ধমানের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার আরতি বেকারি, বাঁকুড়ার সোনামুখী পুরসভা। বীরভূম জেলায় বিকেটিপিপি থার্মাল পাওয়ার এবং পুরুলিয়ার ব্রাভো স্পঞ্জ আয়রন কারখানায়।



উত্তরবঙ্গের জেলাগুলিতেও পিএফ সংক্রান্ত ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। মালদা জেলায় মঙ্গলবাড়ি তাঁতিপাড়ার অতুল বিড়ি ফ্যাক্টরিতে

শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে দার্জিলিংয়ের মিরিকের সৌরিনি টি এস্টেট, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিডিও অফিস এবং দক্ষিণ দিনাজপুর জেলার দিলকান্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে। এর পাশাপাশি, দার্জিলিং আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে মেফেয়ার হোটেলে। যে কোনও নাগরিকদের পিএফ সংক্রান্ত অসুবিধা নিয়ে হাজির হতে পারেন এই ক্যাম্পগুলিতে। প্রতি বছরই নির্দিষ্ট সময়ে এই ক্যাম্পের আয়োজন করা হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর উদ্যোগে। এ বছর ফেব্রুয়ারি মাসে এই ক্যাম্পের আয়োজন করা হল।


 

Latest Videos

 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari