আর দেওয়া হবে না এক্সট্রা শিট, উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে এল বড় বদল, জেনে নিন বিস্তারিত

Published : Dec 03, 2025, 07:29 AM IST
Higher Secondary

সংক্ষিপ্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার থেকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। পরীক্ষার্থীদের আর অতিরিক্ত উত্তরপত্র বা এক্সট্রা শিট দেওয়া হবে না, তার পরিবর্তে প্রথমেই ১২ পাতার উত্তরপত্র দেওয়া হবে। 

সদ্য উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার। বাচ্চাদের ওপর থেকে পড়াশোনার চাপ কমাতে একের পর এক নয়া ব্যবস্থা গ্রহণ করছে শিক্ষা পর্ষদ। পড়ার চাপ কমাতে যেমন সেমিস্টার চালু হয়েছে তেমনই পরীক্ষা ব্যবস্থায় এবার আসছে নয়া বদল।

এবার থেকে পরীক্ষায় আর বাড়তি শিট নেওয়া যাবে না। আর চাইলেও নিতে পারবেন না অতিরিক্ত কাগজ। এতদিন পর্যন্ত পরীক্ষার্থীদের আট পাতার উত্তরপত্র দেওয়া হত। সেখানে মোট ১৬টি পৃষ্ঠার উত্তর লিখতে পারত। এবার থেকে আর তা হবে না। বিরাট বদল আসছে পরীক্ষা ব্যবস্থায়। ২০২৬-র উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার থেকে আসছে বদল।

জানা গিয়েছে, এবার থেকে ১২ পাতার উত্তরপত্র প্রথমেই দেওয়া হবে। পরে আর পাতা নেওয়া যাবে না। আসলে এই চতুর্থ সেমিস্টারে মূলত থাকে বর্ণনামূলত প্রশ্ন উত্তর। যে সমস্ত বিষয় প্র্যাক্টিকাল আছে তার লিখিত পরীক্ষা হয় এই সেমিস্টারে। ৩৫ নম্বরের লিখিত দিতে হবে। আর সংসদের দাবি এই পরীক্ষা দিতে আর বাড়তি পাতা দেওয়া হবে না।

শিক্ষা সংসদ সূত্রে খবর, অতিরিক্ত পর পর সেলই হয় না অনেক সময়। আশঙ্কা থাকে পাতা ছিঁড়ে পড়ে যাওয়ার। তার ফলে অনেক সময় সঠিত মূল্যায়ন করা হয় না। এই সমস্যা সমাধানে বাড়তি উত্তরপত্র দেওয়া হবে না। প্রসঙ্গত আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চতুর্থ সেমিস্টার। তা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই নয়া ব্যবস্থা প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেন চিরঞ্জীব ভট্টাচার্য। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, এবার চতুর্থ সেমিস্টারে অতিরিক্ত পাতা দেওয়া হবে না। আমরা যে খাতার ব্যবস্থা করেছি তার মধ্যে শেষ করতে হবে। সব মিলিয়ে এবার বিরাট বদল। বদল এল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ব্যবস্থায়। এবার থেকে আর দেওয়া হবে না অতিরিক্ত শিট। সংসদ থেকে দেওয়া ১২ পাতার উত্তরপত্রে সব লেখা শেষ করতে হবে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কাল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হুমায়ুন কবীরের, ২২ ডিসেম্বর ঘোষণা নতুন দলের
১৯ ডিসেম্বরই সুপ্রিম কোর্ট ঘোষণা করবে DA মামলার রায়? জল্পনা সরকারি কর্মীদের মধ্যে