সারা মাসের খাদ্যসামগ্রী পাওয়ার জন্য আর লাগবে না রেশন কার্ড! নতুন ব্যবস্থা সরকারের

Published : Dec 29, 2024, 07:41 PM IST

সারা দেশে কয়েক কোটি মানুষ এখনও রেশন ব্যবস্থার উপর নির্ভর করেন। রেশন কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্রও বটে। এবার সেই রেশন ব্যবস্থাতেই বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

PREV
16
নির্দিষ্ট ডিলারের কাছে গিয়ে রেশন কার্ড দেখিয়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করাই চালু নিয়ম, কিন্তু এবার সেই নিয়মে বদল আসতে চলেছে

ইংরাজি নতুন বছরে রেশন ব্যবস্থায় বড় বদল আসতে চলেছে। রেশন ডিলারের কাছ থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করার জন্য আর রেশন কার্ড দেখাতে হবে না। তার পরিবর্তে নতুন ব্যবস্থা চালু হচ্ছে।

26
শুধু রেশন ডিলারের কাছ থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করাই নয়, আরও অনেক কাজে লাগে রেশন কার্ড

ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র বা সরকারি নথি হল রেশন কার্ড। কিন্তু এবার রেশন কার্ডের গুরুত্ব কমে যেতে চলেছে।

36
রেশন কার্ডের বদলে নতুন মোবাইল অ্যাপের সাহায্যেই এবার কাজ হয়ে যাবে

বর্তমান সময়ে অধিকাংশ মানুষের হাতেই স্মার্টফোন। এই স্মার্টফোনে বিশেষ মোবাইল অ্যাপ থাকলে তার সাহায্যেই রেশন ডিলারের কাছ থেকে নানা সামগ্রী পাওয়া যাবে।

46
রেশন ব্যবস্থায় বিপ্লব এনে দিতে চলেছে কেন্দ্রীয় সরকারের নতুন মোবাইল অ্যাপ

রেশন গ্রাহকদের সুবিধার্থে মেরা রেশন ২.০ নামে মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমেই রেশন ডিলারের কাছ থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করা যাবে। সঙ্গে করে আর রেশন কার্ড নিয়ে যেতে হবে না।

56
রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগ থাকলেই নতুন অ্যাপের সাহায্যে যাবতীয় কাজ করা যাবে

স্মার্টফোনে মেরা রেশন ২.০ অ্যাপ ডাউনলোড করে আধার ভেরিফিকেশন করে নিতে হবে। তাহলেই এই অ্যাপ কার্যকর হয়ে যাবে।

66
মোবাইল অ্যাপে রেশন কার্ডের যাবতীয় তথ্য থাকলে সহজেই খাদ্যসামগ্রী পাওয়া যাবে

মেরা রেশন ২.০ অ্যাপে রেশন কার্ডের তথ্য থাকলে স্মার্টফোন নিয়ে রেশন ডিলারের কাছে গেলেই হবে। এই অ্যাপের সাহায্যে রেশন ডিলার গ্রাহকের তথ্য খতিয়ে দেখে বিভিন্ন সামগ্রী দিতে পারবেন।

click me!

Recommended Stories