Viral Song: চাকরিহারাদের নিয়ে গান বেঁধে বিপাকে উত্তরবঙ্গের শিল্পী, পুলিশের ভয়ে ঘরছাড়া!

Published : Apr 18, 2025, 01:28 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Manindra Barman Viral News: গানের জগতে তিনি ভীষণ জনপ্রিয়। তার প্রায় প্রতিটি গানই ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এসএসসি ২০১৬-র প্যানেলে বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গান বেঁধে ছিলেন তিনি। যা ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।         

Manindra Barman Viral News: গানের জগতে তিনি ভীষণ জনপ্রিয়। তার প্রায় প্রতিটি গানই ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এসএসসি ২০১৬-র প্যানেলে বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গান বেঁধে ছিলেন তিনি। যা ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই গান নিয়ে চরম বিপাকে পড়লেন উত্তরবঙ্গের জনপ্রিয় শিল্পী মণীন্দ্র বর্মন।

ঠিক কী ঘটেছে শিল্পীর সঙ্গে (Manindra Barman Viral News):-

সূত্রের খবর, চাকরিহারাদের নিয়ে নিজের গান বাঁধা নিয়ে রাজ্য সরকারের রোষের মুখে তিনি। কারণ তার গাওয়া গান ভাইরাল হতেই বড়সড় বিপদের মুখে পড়েছেন মণীন্দ্র বর্মন। জানা গিয়েছে, তার গানের লাইনে রয়েছে-''ও পিসি যা খুশি তাই করছ চুরি, রাজ্যটা তোর বাপের নাকি?''

 

 

আর এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বড়সড় বিপদের মুখে পড়ছেন তিনি। অভিযোগ, বাড়িতে পুলিশ এসে চড়াও হয়েছেন। মাথাভাঙা থেকে পুলিশ এসে তাঁকে শাসিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেছএন উত্তরবঙ্গের এই শিল্পী। এই বিষয়ে এই শিল্পীর বাবা নারায়ণ চন্দ্র বর্মন জানান, পুলিশ এসে বাড়িতে বলে গিয়েছে ছেলে যেন সোশ্যাল মিডিয়া থেকে গানটি ডিলিট করে দেয়। থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলেও খবর জানা গিয়েছে।

অন্যদিকে, পুলিশ তাঁকে খুঁজতেই গা-ঢাকা দিয়েছেন উত্তরবঙ্গের জনপ্রিয় লোকশিল্পী মণীন্দ্র বর্মন। তিনি জানিয়েছেন, প্রতিবাদী কণ্ঠ থামাতেই পুলিশ তাকে হেনস্থা করছে। যদিও মাথাভাঙ্গার পুলিশ সুপার এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি। ঠিক কোন থানার পুলিশ তার বাড়িতে গিয়েছিল সেই বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, মাথাভাঙ্গার পুলিশ সুপার বলেন, ''উনি যদি আইনত কোনও অপরাধ না করে থাকেন, তাহলে নিজের বাড়িতে নির্ভয়ে থাকতে পারেন।

প্রসঙ্গত, শীর্ষ আদালতের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন বাংলার ২৫ হাজার ৭৫৩ জন। যোগ্য-অযোগ্য বাছাই না করে একসঙ্গে এত জন শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ায় তীব্র অস্বস্তিতে রাজ্য সরকার। চাকরিহারাদের পাশে মানবিক ভাবে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অযোগ্য নন এমন শিক্ষকরা স্কুলে ফিরতে পারবেন বলে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরও মিটছে না ক্ষোভের আগুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ