NDA Exam 2024: যুদ্ধবিমান ওড়ানোর স্বপ্নে দেশের মধ্যে প্রথম বীরভূমের যুবক, ইমনের সাফল্যে কী বললেন মুখ্যমন্ত্রী

Published : Apr 18, 2025, 11:40 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Birbhum News: স্বপ্ন ছোঁয়ার ইচ্ছা থাকলে কোনও বাধাই যে তা প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে পারে না ফের তা প্রমাণ করে দিলো বীরভূমের ইমন। ছোটোবেলা থেকেই যুদ্ধ বিমান চালানোর অমোঘ নেশায় NDA পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল বীরভূমের ইমন ঘোষ।        

Birbhum News: স্বপ্ন ছোঁয়ার ইচ্ছা থাকলে কোনও বাধাই যে তা প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে পারে না ফের তা প্রমাণ করে দিলো বীরভূমের ইমন। ছোটোবেলা থেকেই যুদ্ধ বিমান চালানোর অমোঘ নেশায় NDA পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল বীরভূমের ইমন ঘোষ (Birbhum News)। বর্তমানে সে দেরাদুনের রাষ্ট্রীয় মিলিটারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।

জানা গিয়েছে, ইমনের বাবা বায়ুসেনার অবসরপ্রাপ্ত হাবিলদার। আর সেই হাবিলদারের ছেলে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছে। UPSC-র অধীনে হওয়া এই ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষা হয়েছিল মোট ১৮০০ নম্বরের। তার মধ্যে ১০৮৪ পেয়ে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলার বীরভূম জেলার এই মেধাবী ছাত্র।

ইমনের পরবর্তী লক্ষ্য কী (Birbhum News):-

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেরাদুনের রাষ্ট্রীয় মিলিটারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে সে। চলতি বছরের জুলাই মাসে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেবেন ইমন। তারপর বহু কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে যোগ দিতে চান ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার হিসেবে। শুধু তাই নয়, যুদ্ধবিমানও ওড়াতে চান ইমন। আর এই সবের প্রতি ভালোবাসা তৈরিতে তার সবথেকে বড় অনুপ্রেরণা তার বাবা উজ্জ্বলকুমার ঘোষ। জানিয়েছেন ছেলে ইমন।

ইমন ঘোষকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা(Birbhum News):-

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় প্রথম হওয়া ইমনকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''সদ্য আয়োজিত UPSC-র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় (২০২৪) বীরভূমের ছেলে শীর্ষ স্থান অধিকার করেছে। তার এই সাফল্যের কথা জেনে খুব ভালো লাগছে ও গর্ববোধ হচ্ছে। সদ্য ফলাফল প্রকাশিত হয়েছে এবং বোলপুরের বাসিন্দা তথা ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত হাবিলদারের কিশোর পুত্র আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। সবার জন্য সে গৌরব নিয়ে এসেছে।''

 

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ''এর আগে পশ্চিমবঙ্গের থেকে কেউ সম্প্রতি এই পরীক্ষায় প্রথম হয়নি। ফলে এবার ইমন যে সাফল্য অর্জন করল তাতে ও সবার কাছে রোল মডেল হয়ে উঠল। আমাদের রাজ্যের সকল ইউপিএসসি পরীক্ষার্থী ও প্রার্থীর কাছে ইমন ঘোষ রোল মডেল হয়ে উঠল। তাদের অনেকেই আমাদের রাজ্য সরকার পরিচালিত কেন্দ্রগুলি থেকে লাগাতার সহায়তা পেয়ে আসছে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?