পূর্ব বর্ধমানের এক বিজয়া সম্মেলনে তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন করেন। পরে ভুল শুধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। এই ঘটনা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।
deblina dey | Published : Oct 31, 2024 4:51 AM IST
অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন। সংসদে তার ভাষণের ভক্ত সংখ্যা বহু।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মুখ্যমন্ত্রী' সম্বোধন করে তোলপাড় সৃষ্টি করলেন তৃণমূল বিধায়ক।
মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়! তৃণমূল বিধায়কের কথায় শোরগোল পড়ে যায়
মঙ্গলবার, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সাংস্কৃতিক লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিধায়ক শেখ শাহনওয়াজ মণ্ডল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মুখ্যমন্ত্রী' বলে অভিহিত করেন।
কেতুগ্রামের জোরাফুল বিধায়ক আজ বিজয়া সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, “বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়র নির্দেশ অনুসারে, আমরা দুর্গা পূজা এবং কালী পূজার পাশাপাশি ঈদও খুব আড়ম্বরে উদযাপন করব।”
শেখ শাহনেওয়াজের এই মন্তব্যের শুরু হয়েছে জোরালো ঐতিহ্য।
যদিও কেতুগ্রামের বিধায়ক এই মন্তব্য করার পর মঞ্চে উপস্থিত বাকি নেতারা বলতে থাকেন তিনি মুখ্যমন্ত্রীর নাম ভুল উচ্চারণ করেছেন।
তারপর নিজের ভুলটা শুধরে নিলেন। এবার অভিষেকের নাম নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
শেখ শাহনওয়াজ বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করছেন।
কিন্তু মহিষাসুরের দল গোটা রাজ্যে অরাজকতা ছড়াচ্ছে।' তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের এ ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, বিজয়া সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর ভুল নাম নিয়ে আর কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি কেতুগ্রামের বিধায়ক।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তৃণমূলের পরবর্তী সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই বিষয়টি অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।