আর লাইনে দাঁড়িয়ে কাটতে হবে না মেট্রো রেলের টিকিট! অ্যাপের মাধ্যমেই করা যাবে চটজলদি বুকিং, পুজোর আগেই এল বাম্পার খবর

Published : Sep 13, 2024, 09:48 AM ISTUpdated : Sep 13, 2024, 09:50 AM IST
kolkata metro

সংক্ষিপ্ত

আর লাইনে দাঁড়িয়ে কাটতে হবে না মেট্রো রেলের টিকিট! অ্যাপের মাধ্যমেই করা যাবে চটজলদি বুকিং, পুজোর আগেই এল বাম্পার খবর

স্কুল,কলেজ বা অফিসে তাড়াতাড়ি পৌঁছতে গিয়ে দেখছেন মেট্রোর লম্বা লাইন। টিকিট কাটতে দেরি হওয়ার কারণে মাথায় হাত পড়ে অনেকেরই। তবে এবার এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন খুব শিঘ্রই। মুশকিল আসান করছে মেট্রো রেল। ঘরে বসেই এবার নিশ্চিন্তে কাটা যাবে মেট্রো রেলের টিকিট। পুজোর আগে অসাধারণ পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো।

অ্যাপের মাধ্যমেই কাটা যাবে মেট্রো রেলের টিকিট। চালু করা হয়েছে নতুন অ্যাপ যার নাম "কলকাতা মেট্রো রাইড'। এই অ্যাপের সাহায্যে স্টেশনে পৌঁছনার আগেই কেটে নেওয়া যাবে মেট্রো রেলের টিকিট।

পুজোর সময় যাত্রীদের ভীষণ সাহায্য করবে এই ই-টিকিট। কিন্তু কীভাবে কাটা যাবে এই ই টিকিট? জেনে নিন বিস্তারিত-

প্রথমে ডাউনলোড করে নিতে হবে 'কলকাতা মেট্রো রাইড' অ্য়াপটি। এবার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে। এরপর যেতে হবে হোম পেজে। হোম রেজ থেকে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেশন বেছে নিতে হবে। এরপর বুক টিকিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে।

এরপর টিকিট বুকিং-এর টাকা পেমেন্ট করার একাধিক অপশন রয়েছে। এই টিকিটের টাকা পেমেন্ট করা যাবে UPI, ক্রেডিট কার্ড কিম্বা ডেবিট কার্ড দিয়ে। পেমেন্ট হয়ে গেলে আসবে কিউআর কোড। এই কিউআর কোডটিই স্টেশনে কাজে লাগবে।

এ ছাড়াও মেট্রোর গ্রিন লাইনে পিক আওয়ারের সময় বাড়িয়ে দিয়েছে কলকাতা মেট্রো। সকাল ৯ থেকে ১১ পরিবর্তে ৯ থেকে ১২ এবং বিকেল বিকেল ৫ থেকে রাত ৯ পর্যন্ত বাড়ান হয়েছে মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার থেকেই এই ২ ঘণ্টা করে বেশি পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। পিক আওয়ারে ১২ মিনিট ছাড়া ছাড়াই মেট্রো চলবে এই রুটে। নন পিক আওয়ারে ২০ মিনিট ছাড়া মেট্রো পাওয়া যাবে।

PREV
click me!

Recommended Stories

'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI