বাড়ানো হল অবসরকালীন ভাতা! এক ধাক্কায় বাড়ছে ৩ লক্ষ টাকা, পরের পর দারুণ সুখবর দিচ্ছে রাজ্য সরকার

এবার বাড়ানো হল অবসরকালীন ভাতা! পরের পর সুখবর দিচ্ছে রাজ্য সরকার

সরকারি কর্মচারীদের পরের পর সুখবর দিচ্ছে রাজ্য সরকার। গত বছর ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ২ দফায় ৮ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও সরকারি কর্মীদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য নতুন নতুন সিদ্ধান্ত হয়েছে।

ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকার যে বাজেট পেশ করেছিল তাতে আশা কর্মী থেকে শুরু করে অন্যন্য বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের বেতন ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Latest Videos

এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা করে বাড়ান হয় এবং আইসিডিসিএস হেল্পারদের বেতন ৫০০ টাকা বাড়ান হয়েছে।

বেতন বাড়ার পর অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা প্রতি মাসে প্রায় ৫২৫০ টাকা করে পাচ্ছেন অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন ৯ হাজার ৫০ টাকা এবং আইসিডিসিএস হেল্পররা পাচ্ছেন ৬৮০০ টাকা।

তবে এবার এল আরও একটি খুশির খবর। এবার অবসরকালীন ভাতা বাড়বে আশা কর্মীদের। অবসর নেওয়ার সময় ২ লক্ষ টাকা পেতেন আশা কর্মীরা এবার তা বাড়িয়ে ৫ লক্ষ করল রাজ্য সরকার। এবার অবসর নেওয়ার সময় ৫ লক্ষ টাকা করে পাবেন আশা কর্মীরা।

বহুদিন ধরেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আশাকর্মীরা। তাই এবার অবসরে ভাতা বাড়াতে স্বস্তি পেলেন তাঁরা।

আশাকর্মী ছাড়াও ভাতা বাড়ান হয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের। এ ছাড়াও এসএসকে, এমএসকে শিক্ষক, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক,আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ান হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি