এক মাস চাকরি করলেই পাওয়া যাবে পেনশন! হঠাৎ চাকরি ছেড়ে দিলেও টাকা ঢুকবে মাসে মাসে

এক মাস চাকরি করলেই পাওয়া যাবে পেনশন! হঠাৎ চাকরি ছেড়ে দিলেও টাকা ঢুকবে মাসে মাসে

এখন এক মাস চাকরি করলেই পাওয়া যাবে পেনশন। নতুন নিয়ম জানলে চমকে যাবেন। পিএফের পেনশন পেতে নূন্যতম ১০ বছর চাকরি করতে হত। তার আগে চাকরি ছাড়লে আর মিলত না পেনশন। তবে এবার বদল এলো নিয়মে।

সংশোধিত হল কর্মী প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম। এর ফলে এক মাস চাকরি করে ছেড়ে দিলেও পেনশন খাতে জমা টাকা ফেরত পাবেন।

Latest Videos

আগে কমপক্ষে ৬ মাস চাকরি করা বাধ্যতামূলক ছিল। তবে এখন সেই নিয়মই বদলে গেল। এর ফলে প্রত্যেক বছর প্রায় ৭ লক্ষ কর্মী উপকার পাবেন।

নতুন এই ব্যবস্থা চালু করতে ১৯৯৫ সালের এমপ্লয়িজ স্কিম সংশোধন করা হয়েছে বলে জানান হয়েছে কেন্দ্রের তরফে। Er ফলে এক মাস চাকরি করলেও পেনশন খাতে জমা টাকা তোলা যাবে। এ ছাড়াও সংশোধন করা হয়েছে এনপিএস। এর ফলে লগ্নিকারী যেদিন টাকা দেবেন সেই দিনই তা বাজারে বিনিয়োগ করা হবে। এর ফলে টাকা জমা দেওয়ার দিন থেকেই নেট অ্যাসেট ভ্যালুর সুবিধা মিলবে।

শুক্রবার বেসিক ডি ম্যাট অ্যাকাউন্টেও কিছু পরিবর্তন আনা হয়। এখন থেকে এই ধরণের অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা মূল্যের শেয়ার রাখা যাবে। আগে সর্বাধিক ২ লক্ষ টাকা রাখা যেত।

Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News