এক মাস চাকরি করলেই পাওয়া যাবে পেনশন! হঠাৎ চাকরি ছেড়ে দিলেও টাকা ঢুকবে মাসে মাসে

Published : Jun 29, 2024, 02:35 PM IST
Govt Office

সংক্ষিপ্ত

এক মাস চাকরি করলেই পাওয়া যাবে পেনশন! হঠাৎ চাকরি ছেড়ে দিলেও টাকা ঢুকবে মাসে মাসে

এখন এক মাস চাকরি করলেই পাওয়া যাবে পেনশন। নতুন নিয়ম জানলে চমকে যাবেন। পিএফের পেনশন পেতে নূন্যতম ১০ বছর চাকরি করতে হত। তার আগে চাকরি ছাড়লে আর মিলত না পেনশন। তবে এবার বদল এলো নিয়মে।

সংশোধিত হল কর্মী প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম। এর ফলে এক মাস চাকরি করে ছেড়ে দিলেও পেনশন খাতে জমা টাকা ফেরত পাবেন।

আগে কমপক্ষে ৬ মাস চাকরি করা বাধ্যতামূলক ছিল। তবে এখন সেই নিয়মই বদলে গেল। এর ফলে প্রত্যেক বছর প্রায় ৭ লক্ষ কর্মী উপকার পাবেন।

নতুন এই ব্যবস্থা চালু করতে ১৯৯৫ সালের এমপ্লয়িজ স্কিম সংশোধন করা হয়েছে বলে জানান হয়েছে কেন্দ্রের তরফে। Er ফলে এক মাস চাকরি করলেও পেনশন খাতে জমা টাকা তোলা যাবে। এ ছাড়াও সংশোধন করা হয়েছে এনপিএস। এর ফলে লগ্নিকারী যেদিন টাকা দেবেন সেই দিনই তা বাজারে বিনিয়োগ করা হবে। এর ফলে টাকা জমা দেওয়ার দিন থেকেই নেট অ্যাসেট ভ্যালুর সুবিধা মিলবে।

শুক্রবার বেসিক ডি ম্যাট অ্যাকাউন্টেও কিছু পরিবর্তন আনা হয়। এখন থেকে এই ধরণের অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা মূল্যের শেয়ার রাখা যাবে। আগে সর্বাধিক ২ লক্ষ টাকা রাখা যেত।

PREV
click me!

Recommended Stories

মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি
SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট