গোটা দেশজুড়েই পালিত হয় মকর সংক্রান্তি। বাংলায় এটি আবার পৌষ সংক্রান্তি। অসমে তা ভোগলি বিহু, পঞ্জাবে লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গাল ও অন্যান্য রাজ্যে আবার তা মকর সংক্রান্তি নামেই পালিত হয়। শাস্ত্র মতে, সূর্য মকর রাশিতে প্রবেশের সময় বিবেচনা করে এই মকর সংক্রান্তির দিন স্থির হয়।