Makar Sankranti 2026: ১৪ নাকি ১৫ জানুয়ারি, জেনে নিন বাংলায় মকর সংক্রান্তির ছুটি কবে

Published : Jan 14, 2026, 09:43 AM IST

গোটা দেশজুড়ে মকর সংক্রান্তি পালিত হলেও বাংলায় এটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত। এই বছর সংক্রান্তির সময় নিয়ে বিভ্রান্তি থাকলেও, বাংলায় ১৪ জানুয়ারি এই উৎসব পালিত হচ্ছে এবং এই উপলক্ষে স্কুল, কলেজ ও ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়েছে।

PREV
15

গোটা দেশজুড়েই পালিত হয় মকর সংক্রান্তি। বাংলায় এটি আবার পৌষ সংক্রান্তি। অসমে তা ভোগলি বিহু, পঞ্জাবে লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গাল ও অন্যান্য রাজ্যে আবার তা মকর সংক্রান্তি নামেই পালিত হয়। শাস্ত্র মতে, সূর্য মকর রাশিতে প্রবেশের সময় বিবেচনা করে এই মকর সংক্রান্তির দিন স্থির হয়।

25

এবছর ১৪ জানুয়ারি ভারতীয় সময় বিকেল ৩টে ৭ মিনিটে শুরু হচ্ছে সংক্রান্তি। তাহলে প্রশ্ন হল কবে পালিত হবে মকর সংক্রান্তি? বিকেল বেলায় সংক্রান্তি শুরু হলেও বাংলায় এই বিশেষ দিন পালিত হচ্ছে আজ অর্থাৎ বুধবার ১৪ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি।

35

এই দিন সূর্য মকর রাশির প্রবেশ করেন এবং সেই দিনেই পুণ্যস্থান, দান ও পুজোপাঠ করলে সর্বাধিক ফল মেলে। মকর সংক্রান্তির আর একটি তাৎপর্য হল উত্তরায়ণ। এই দিন সূর্য উত্তর দিকে যাত্রা করে। সে কারণে দিনটিকে দেবতাদের দিন বলা হয়। সারা দেশ জুড়ে পালিত হয় এই উৎসব। এই বিশেষ দিনে বিভিন্ন রাজ্যে থাকে ছুটি।

45

এখন প্রশ্ন হল বাংলায় কবে পালিত হচ্ছে মকর সংক্রান্তি? বাংলায় ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি। এই দিন ছুটি আছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ। তেমনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। আবার আজ ছুটি অনেক সরকারি দফতরেও।

55

এদিকে এই সপ্তাহ ধরেও রয়েছে একাধিক ছুটি। চলতি সপ্তাহে ১২ জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দ জয়ন্তী (জাতীয় যুব দিবস)। সে কারণে ছিল ছুটি। তারপর আজ ১৪ জানুয়ারি ছিল মকর সংক্রান্তি / মাঘ বিহুর ছুটি। এরই মাঝে ১৫ জানুয়ারি- উত্তরায়ণ পুণ্যকাল / পোঙ্গল / মাঘে সংক্রান্তি / মকর সংক্রান্তির ছুটি। আবার আগামী সপ্তাহে ২৩ জানুয়ারি- নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী / সরস্বতী পূজা / শ্রী পঞ্চমী / বসন্ত পঞ্চমী / বীর সুরেন্দ্র সাই জয়ন্তীর ছুটি। ২৬ জানুয়ারি হল প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরই মাঝে ২৪ জানুয়ারি শনিবার আর ২৫ জানুয়ারি রবিবার।

Read more Photos on
click me!

Recommended Stories