
Crime News: পুলিশি অভিযানে ফের উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি। পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে ৯৮ রাউন্ড গুলি ও পিস্তল। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ রবিবার রাতে মুর্শিদাবাদের ঝাউবেড়িয়া মুহররমটোলা মাঠের কাছে অভিযান চালিয়ে আসরাফুল মণ্ডল ওরফে ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মুর্শিদাবাদের জুগিন্দা মাল্লোপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি ইম্প্রোভাইজড ৭ মিমি পিস্তল, চার রাউন্ড ৭ মিমি তাজা গুলি ও ৯৮ রাউন্ড ১২ বোরের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে সোমবার আদালতে পেশ করা হয়। ডোমকল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। তবে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, ফের ভিন রাজ্যে পরিচারিকার কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, নদীয়া জেলার শান্তিপুর থানা এলাকার নতুনহাট ঘরামী পাড়ায়। পুলিশের হাতে আটক ওই মহিলার নাম শাকিলা বিবি। বৌমাকে ফেরত পেতে শান্তিপুর থানার দারস্ত শাশুড়ি।
সূত্রের খবর, ভিনরাজ্যে আটক ওই মহিলার শাশুড়ি লালবানু বেওয়া সোমবার শান্তিপুর থানায় এসে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর সঙ্গে দেখা করেন। তার দাবি, দীর্ঘ ছয় থেকে সাত মাস আগে ছেলে শহিদুল শেখের সঙ্গে তার স্ত্রী শাকিলা বিবি দিল্লিতে গিয়েছিলেন কাজে। সেখানেই পরিচারিকার কাজ করতেন শাকিলা বিবি এবং দিনমজুরের কাজ করতেন ছেলে শহিদুল।
অভিযোগ, দীর্ঘ ১৩ থেকে ১৪ দিন আগে তার বৌমাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। এরপরই তার বৌমা বাড়িতে ফোন করে জানায় সমস্ত কাগজপত্র দিল্লিতে প্রশাসন যদি পাঠায় তাহলে ছেড়ে দেওয়া হবে। আর সেই কারণেই শান্তিপুর থানা এসে ভারতীয় হওয়ার প্রমাণপত্র সমস্ত কিছু শান্তিপুর থানায় দিয়ে যান বৃদ্ধা শাশুড়ি। ঘটনায় প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে বলেও প্রশাসনিক সূত্রে খবর। তবে এখন দেখার কতদিনে মেলে বৌমার মুক্তি!
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।