"এক-আধটা ভুল হতেই পারে, ভুল করাটাও অধিকার,তোমরা সংশোধন করে দাও" বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

সংক্ষিপ্ত

"এক-আধটা ভুল হতেই পারে, ভুল করাটাও অধিকার,তোমরা সংশোধন করে দাও" বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

চাকরিহারাদের শোকে আমরাও পাথর, এদিন বৈঠকের শুরুতে জানালেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া মুখ্যমন্ত্রী জানান, “আইনে বলা আছে ১০ হাজার অপরাধীকে ছাড় দেওয়া যেতে পারে কিন্তু ১ জন নির্দোষরও যেন শাস্তি যেন না হয়। সিবিআইকে আমরা বলেছিলাম বাছুন, কে যোগ্য বা কে অযোগ্য। যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার। ২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। আমি তো চাকরি দিয়েছিলাম। একটা দুটো ভুল হয়েছে। ভুল করাটাও অধিকার। তোমরা ভুলটা ঠিক করে দাও।"

 

Latest Videos

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের