Amdanga Crime News: ড্রাম ভর্তি তাজা বোমা-দেশি পিস্তল উদ্ধার, পুলিশি অভিযানে ধৃত কুখ্যাত দুস্কৃতী

Published : Apr 20, 2025, 05:11 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Crime News: বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযানে নেমে ফের এক দুস্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আমডাঙার খুড়িগাছি গ্রামে বাড়ির সামনে ইটের বো

Crime News: বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযানে নেমে ফের এক দুস্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আমডাঙার খুড়িগাছি গ্রামে বাড়ির সামনে ইটের বোঝাই থেকে ড্রাম ভর্তি তাজা বোমা, বন্দুক উদ্ধার করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমডাঙার খুড়িগাছি গ্রামে বাড়ির সামনে ইটের টাল থেকে উদ্ধার করা হয়েছে ২৫টি ড্রাম ভর্তি ১৫টি তাজা বোমা। ১টি দেশি পিস্তল। ঘটনায় গ্রেফতার ইঞ্জামুল ইসলাম (২৫)। ধৃত যুবক এলাকার কুখ্যাত দুস্কৃতী বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার গভীর রাতে ইঞ্জামুল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এরপর তার বাড়ির সামনে রাখা ইটের টালের মধ্যে থেকে উদ্ধার করা হয় ১৫টি সুতলি বোমা। একটি দেশি পিস্তল। এলাকায় তোলাবাজি বলে পরিচিত অভিযুক্ত।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগে তিনটে অভিযোগে পুলিশের খাতায় অধরা ছিল অভিযুক্ত। অবশেষে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, আইসি রাজ কুমার সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা ও দেশী পিস্তল। তবে কী কারণে বোমা-বন্দুক মজুত রেখেছিল তা খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হয়।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি থানার জেলিয়াখালীর পাখিরালয় এলাকায় শনিবার তৃণমূল ও বিজেপি সংঘর্ষে আট জন আহত হয়। এরপর উভয় পক্ষ থেকে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সন্দেশখালি থানা পুলিশ তদন্তে শুরু করে। জানা গিয়েছে, পাখিরালয় থেকে দুজন তৃণমূল কর্মী ও দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। ধৃত চারজনকে রবিবার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?