এই তালিকায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য ও কেন্দ্রের বিশেষ গুরুত্বপূর্ণনেতা ও মন্ত্রীরা রয়েছেন এই তালিকায়। নির্বাচনী ডেটাবেসে এদের নাম বিশেষভাবে চিহ্নিত হয়ে রয়েচে। তালিকায় রয়েছেন, বিচার বিভাগের সদস্য, দফতরের পদাধিকারীরা। শিল্প - সংস্কৃতি, অভিনয়, ত্রীড়া জগতের বিশিষ্টদের নির্বাচনী ডেটাবেসে বিশেষভাবে চিহ্নিত করা রয়েছে।