ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজে নিযুক্ত বিএলও-দের উৎসাহ বাড়াতে নির্বাচন কমিশন অগ্রিম ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ৬ হাজার টাকার ভাতার মধ্যে ২ হাজার টাকা অগ্রিম দেওয়া হবে এবং রাজ্য সরকারের অনুমোদন পাওয়ায় শীঘ্রই এই টাকা মিলবে।
ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের জন্য বিএলও-দের প্রাপ্য ভাতার একাংশ অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। বিএলও-দের কাজে উৎসাহ বাড়াতে নেওয়া হল এই সিদ্ধান্ত। এমনই ভাবনা নির্বাচন কমিশনের। যা শীঘ্রই কার্যকর হতে চলেছে।
25
স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের কাজ যারা করছেন বুথ লেভেল অফিসার হিসেবে তাদের এসআইআর-র কাজ করছেন তাদের ৬ হাজার টাকা করে দেবে কমিশন। তার মধ্যে ২ হাজার টাকা দেওয়া হবে অগ্রিম। বিএলও-দের কাজে উৎসাহ বাড়াতে নেওয়া হল এই সিদ্ধান্ত।
35
মোট ৮০হাজার ৬৮১ জন বুথ লেভেল অফিসারদের কাছে অগ্রিম টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রাস্তাব গিয়েছে রাজ্যর কাছে। জানা গিয়েছে, নবান্ন থেকে মিলেছে অনুমোদন। ফলে শীঘ্রই ঢুকবে টাকা।
এদিকে বুথ লেভেল অফিসারদের অসুস্থতা, মৃত্যু, আত্মহত্যার ঘটনায় চাপ বাড়ছে কমিশনে। এই সকল বুথ লেভেল অফিসারদের এই কাজে উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নিল সরকার।
55
সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই মিলবে বাড়টি টাকা। এবার এসআইআর-র কাজ করছেন তাদের ৬ হাজার টাকা করে দেবে কমিশন। তার মধ্যে ২ হাজার টাকা দেওয়া হবে অগ্রিম। কর্মদের কাজে উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আপাতত মিলবে ২ হাজার টাকা।