DA: শুধুমাত্র বাছাই করা কর্মীরাই পাবেন ২৫ শতাংশ DA-র টাকা! কী নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : May 19, 2025, 10:02 AM IST

DA Hike news: সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ শতাংশ DA দেওয়ার ঘোষণা হয়েছে সরকারি কর্মীদের। কিন্তু খারাপ খবর এটাই যে এই ২৫ শতাংশ DA সমস্ত সরকারি কর্মীরা পাবেন না।

PREV
17

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ শতাংশ DA দেওয়ার ঘোষণা হয়েছে সরকারি কর্মীদের। কিন্তু খারাপ খবর এটাই যে এই ২৫ শতাংশ DA সমস্ত সরকারি কর্মীরা পাবেন না।

27

একমাত্র যোগ্য কর্মীরাই পাবেন এই টাকা। তাহলে কারা পাচ্ছেন এই বর্ধিত ২৫ শতাংশ ডিএ?

37

এই বকেয়া ডিএ হল ROPA ২০০৯-এর অধীনে। এই টাকা ১ এপ্রিল, ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত সময়কালের বকেয়া মহার্ঘ ভাতার সঙ্গে সম্পর্কিত।

47

এই নির্দিষ্ট সময়কালে যারা সরকারি চাকরিতে কর্মরত ছিলেন একমাত্র তাঁরাই পাবেন এই টাকা।

57

এই সময়ের আগে বা পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন বা অবসর নিয়েছেন তাঁরা এই ২৫ শতাংশ ডিএ-র টাকা পাবেন না।

67

ROPA 2009-এর আওতায় বকেয়া ডিএ সংক্রান্ত মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতার হারে কোনও সরাসরি প্রভাব পড়বে না।

77

বাকি বকেয়া ডিএ কর্মীরা কবে পাবেন তা জানা যাবে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের পর। আপাতত সরকারকে দিতে হবে ২৫ শতাংশ ডিএ।

Read more Photos on
click me!

Recommended Stories