Published : Oct 01, 2023, 06:44 AM ISTUpdated : Oct 01, 2023, 07:09 AM IST
বঙ্গোপসাগর থেকে ক্রমাগত পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে ধাবিত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে এসেছে এই নিম্নচাপ। রবিবারও জেলায় জেলায় কমলা সতর্কতা অব্যাহত রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগর থেকে ক্রমাগত পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে ধাবিত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে এসেছে এই নিম্নচাপ। রবিবারও জেলায় জেলায় কমলা সতর্কতা অব্যাহত রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
37
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, পুরুলিয়া সহ দক্ষিণের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় উপকূলের ৪টি জেলায়।
47
রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, এর জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
57
দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত আগামি ২-৩ দিন পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আকাশ শুকনো থাকলে তাপমাত্রাও আবার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
67
রবিবার উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
77
চলতি সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে একটানা ৪-৫ দিন ধরে। এর মধ্যে বুধবার বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।