বাংলায় পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের যোগসূত্র? আরামবাগ থেকে বাবা-ছেলেক তলব করল NIA

এরপর সেখান থেকে একটি ল্যাপটপ এবং কিছু টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। 

বাংলায় পাক জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত। অনেকটা সেইরকম তথ্যই উঠে আসছে।

কারণ, বাংলাদেশ নিয়ে উদ্বেগের মাঝেই এবার পাকিস্তানের জঙ্গি সংগঠন নিয়ে তোলপাড় কড়া তথ্য। সরাসরি যোগ যেন এপার বাংলায়। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগসূত্র পাওয়া গেল আরামবাগের মায়াপুরের সানা পাড়া এলাকায়।

Latest Videos

এই এলাকার বাসিন্দা শেখ সইফুদ্দিন আলির ছেলে শেক সাবিরউদ্দিন আলি এই সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। বৃহস্পতিবার, ভোর রাতে এনআইএ-এর একটি টিম হঠাৎই সাবিরউদ্দিনের বাড়িতে গোপনে হানা দেয়।

এরপর সেখান থেকে একটি ল্যাপটপ এবং কিছু টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের জন্য নোটিসও দিয়ে আসা হয়েছে সেই বাড়িতে।

এদিকে এই নোটিস পেয়েই সাবিরউদ্দিন এবং তাঁর বাবা সইফুদ্দিন শুক্রবার সকালেই কলকাতার অফিসে হাজিরা দিতে চলে যান। তবে এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে এলাকার অনেক বাসিন্দাই জানিয়েছেন, সাবিরউদ্দিন যথেষ্ট মেধাবী। সে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিএড পাশও করেছেন।

তাঁর আচরণও বেশ ভাল। এলাকায় কারও সঙ্গে কোনওরকম ঝামেলাই করেন না। তাই তিনি কী করে এই ধরনের কাজে যুক্ত থাকতে পারেন, তা ভাবতেই পারছেন না কেউ। তবে সাবিরের বাড়ির আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। এলাকার লোকজনের কথায়, মূলত ধান চাষের উপর নির্ভর করেই সংসার চলে তাদের। তাই সেই পরিবারের ছেলে কী করে এমন কাজ করতে পারে, তা ভেবেই রীতিমতো অবাক হচ্ছেন প্রতিবেশীরা। এদিকে এনআইএ বাড়িতে আসতেই কার্যত, কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা নাসিমা বেগম।

তাহলে কি বাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari