জয়নগরের পর ফারাক্কা, নাবালিকাকে ধর্ষণ করে খুনে ২ মাসের মধ্যে বিচার, মৃত্যুদণ্ড-যাবজ্জীবন কারাবাস

Published : Dec 13, 2024, 05:48 PM ISTUpdated : Dec 13, 2024, 07:27 PM IST
Rajasthan High Court

সংক্ষিপ্ত

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় এখনও বিচার পাওয়া না গেলেও, রাজ্যের অন্যান্য প্রান্তে একাধিক ধর্ষণ ও খুনের ঘটনায় রায় দিয়েছে আদালত।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পর মুর্শিদাবাদের ফারাক্কা, নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দু’মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে রায় দিল আদালত। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বৃহস্পতিবারই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর আদালত। শুক্রবার রায় দিল আদালত। এক দোষীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত হওয়া দীনবন্ধু হালদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দু’মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে রায় দিয়েছে বারুইপুর আদালত। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার ফারাক্কার ঘটনাতেও দ্রুত বিচার পাওয়া গেল।

কী হয়েছিল ফারাক্কায়?

বিজয়া দশমীর দিন সকালে ফারাক্কায় দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় নাবালিকা। তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। প্রতিবেশীর বাড়ি থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করে পুলিশ। মাছ ব্যবসায়ী দীনবন্ধু ও তার বন্ধু শুভজিৎকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় ধৃতরা জানায়, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু। এরপর সে ও শুভজিৎ মিলে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে খুন করে। ময়নাতদন্তে জানা যায়, নির্যাতিতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাকে মেঝেতে মাথা থেঁতলে খুন করা হয়েছিল। তার গলার হাড়ও ভেঙে গিয়েছিল। শুক্রবার এই ঘটনাতেই রায় দিল আদালত।

আর জি কর মামলার বিচার কবে?

জয়নগর ও ফারাক্কার ঘটনায় বিচার প্রক্রিয়া শেষ হলেও, আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় বিচার এখনও অধরা। সারা দেশ সুপ্রিম কোর্ট ও শিয়ালদা আদালতের দিকে তাকিয়ে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, পাহারাদার অভিযুক্তের স্ত্রী ও কন্যা, মুর্শিদাবাদে গ্রেফতার ৪

৫ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্তকে জঙ্গলের মধ্যেই গণপ্রহার

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ