দোলের আগে কলকাতা জুড়ে পলাশের সমারোহ, বোলপুরেও বসন্ত উৎসবের সাজ সাজ রব

২৫ মার্চ রয়েছে দোল পূর্ণিমা (Dol Yatra 2024) । ওইদিন গোটা বাংলা জুড়ে অনুষ্ঠিত হবে দোল উৎসব ।

২৫ মার্চ রয়েছে দোল পূর্ণিমা (Dol Yatra 2024) । ওইদিন গোটা বাংলা জুড়ে অনুষ্ঠিত হবে দোল উৎসব এবং অপরদিকে শান্তিনিকেতনেও বসন্ত উৎসব নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি। তবে , অপরদিকে , দেশ -বিদেশের সর্বস্তরের মানুষ এসে বোলপুরের শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যোগদান করেন বলে বিশৃঙ্খলা আর দূষণের মাত্রা বৃদ্ধি পায় । তাই সেই সবদিক মাথায় রেখেই শান্তিনিকেতনের বসন্ত উৎসব পালন করার প্রস্তুতি চলছে । 

_

সারা বোলপুর এখন শুধু অপেক্ষায় রয়েছে রবি ঠাকুরের গানে আর আবিরে মিশে যাওয়ার জন্য  । তার জন্য় চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি । বীরভূমের শান্তিনিকেতনে রবি ঠাকুরের প্রাণকেন্দ্রে বসন্ত উৎসব পালিত হওয়ার অপেক্ষায় রয়েছেন বীরভূম জেলার সাধারণ মানুষও। ভোট এসে গেলেও দোল উৎসবের উন্মাদনা জেলায় জেলায় তুঙ্গে রয়েছে । 

-

শহর কলকাতায় একেবারে সেই শান্তিনিকেতনের মতোই দোল উৎসবের আবহ বর্তমান ।  আগামী ২৫ মার্চ রবীন্দ্র সঙ্গীত আর বিভিন্ন রঙের বাহারে শহরের মন ছুঁয়ে যাবে বিভিন্ন শিল্পীদের শিল্প পরিবেশনা । তবে ,  শুধু শহরবাসী নয় , আবির খেলার টানে কলকাতায় উপস্থিত থাকবেন বহু বিদেশী নাগরিকরাও । হোলিকে কেন্দ্র করে শহরে বিশেষ ওডিশি এবং মণিপুরী নৃত্যের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তাই গ্রীষ্মের আগে রঙের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলাই ।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের