Shahjahan: সন্দেশখালির 'নিরাপদ' আশ্রয় ছেড়ে কোথায় যায়নি শাহজাহান, সিবিআইকে জানিয়েছে ৫৬ দিনের ফেরার থাকার কথা

সিবিআই শেখ শাহাজাহানকে হেফাজতে পেয়েছে এক সপ্তাহ হতে চলল। শাহজাহানকে নানা বিষয়ে জেরা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫৬ দিন তার অবস্থানের কথায়।

 

টানা ৫৬ দিন সন্দেশখালির বিভিন্ন এলাকাতেই গা ঢাকা দিয়েছিলেন সন্দেশখালির বাঘ হিসেবে পরিচিত শেখ শাহজাহান। সিবিআই হেফজতে উঠে এসেছে তেমনই চাঞ্চল্যকর তথ্য। বলছে সিবিআই সূত্র। রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে পাকড়াও করতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময়ই তাদের ওপর চড়াও হয় শাহজাহানের অনুগামীরা। কোনও রকমে প্রাণ হাতে করে নিয়ে কেন্দ্রীয় এজেন্সির কর্তারা এলাকা ছাড়েন। সেই সময় থেকেই ফেরার ছিলেন শাহজাহান। সিবিআই সূত্রের খবর সেই সময় থেকে টানা ৫৬ দিন সন্দেশখালির বিভিন্ন এলাকায় লুকিয়ে লুকিয়ে ছিল সে।

সিবিআই শেখ শাহাজাহানকে হেফাজতে পেয়েছে এক সপ্তাহ হতে চলল। শাহজাহানকে নানা বিষয়ে জেরা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫৬ দিন তার অবস্থানের কথায়। সিবিআই সূত্রের খবর জেরায় শেখ শাহজাহান স্বীকার করেছে সে এক দিনের জন্যও সন্দেশখালির নিরাপদ আশ্রয় ছেড়ে বের হয়নি। টানা ৫৬ দিন সন্দেশখালিতেই ছিল। তবে বারবার নিজের অবস্থান বদল করেছে। কখনও রাত কাটিয়েছে তার রাজত্ব হিসেবে পরিচিত ভেড়ির আলাঘরে। কখনও আবার পরিচিত কারও বাড়িতে। সূত্রের খবর শাহজাহান জানিয়েছে সন্দেশখালির ভেড়ি সংলগ্ন আলাঘরই ছিল পালিয়ে বেড়ানের দিনগুলির নিরাপদ আশ্রয়। সেই দিনগুলি সে বারবার ভেড়ির আলাঘর পরিবর্তন করেছে। রাতের অন্ধকারে ঘনিষ্টদের সঙ্গে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেছে।

Latest Videos

সন্দেশখালির মহিলা যখন শাহজাহানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছিল, যখন শাহজাহানের গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল, কেন্দ্রীয় প্রতিনিধি দলও গিয়েছিল- তখনই শাহজাহান তার নিজের নিরাপদ আশ্রয় ছেড়ে পালিয়ে যায়নি। সন্দেশখালিতেই ছিল। শাহজাহানকে আরও নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ৫৬ দিনে তার গতিবিধির ওপর। সূত্রের খবর সেই সময় শাহজাহান নিজের মোবাইলফোনও ব্যবহার করেনি। অন্যের ফোনের মাধ্যমেই প্রয়োজনীয় খবরাখবর নিতেন। ইডির ওপর হামলার পরই রটনা ছিল শাহজাহান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে। সেখানেই নিরাপদ আশ্রয় নিয়েছে। কিন্তু জেরায় শাহজাহান জানিয়েছে সন্দেশখালির গণ্ডি পেরিয়ে সে কোথাও যায়নি।

আরও পড়ুনঃ

TMC Vs BJP: অর্জুনের পরবর্তী গন্তব্য কি বিজেপি? মমতা-অভিষেকের ছবি সরিয়ে তৃণমূলকে বার্তা

Mamata On CAA: ''নির্বাচন এলে কিছু একটা খাইয়ে দেওয়ার চেষ্টা করে ওরা', সিএএ নিয়ে মোদীকে তোপ মমতার

Adhir on Mamata: 'মমতা মোদীকে ভয় পান...', তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ অধীরের

 

Share this article
click me!

Latest Videos

Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
‘একধারে লক্ষ্মীর ভাণ্ডার একধারে বিষ!’ Mamata Banerjee-কে কড়া তোপ Agnimitra Paul-এর, দেখুন
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti