panchayat election 2023: পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন কারা? নির্দেশিকা দিয়ে জানাল কমিশন

Published : Jun 13, 2023, 04:17 PM IST
Election Commission s guideline regarding ink on voter s finger in Swar assembly by election

সংক্ষিপ্ত

কোনও রকমের ধোঁয়াশা যাতে না থাকে তাঁর জন্য মনোনয়ন চলাকালীনই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া ঘিরে কাটছে না ধোঁয়াশা। এবার গোটা বিষয়টি স্পষ্ট করতে বিশেষ নির্দেশিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। কারা কারা পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন এবং কারা পারবেন না সেই নিয়ে ৮ দফার নির্দেশিকা পেশ করল কমিশন। পঞ্চায়েত ভোট নিয়ে ধন্দ কাটাতেই এই বিশেষ পদক্ষেপ কমিশনের। কোনও রকমের ধোঁয়াশা যাতে না থাকে তাঁর জন্য মনোনয়ন চলাকালীনই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কারা কারা প্রার্থী হতে পারবেন না এবং কারা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারবেন তাঁর বিস্তারিত বিবরণ রয়েছে। ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে প্রার্থী হওয়ার যোগ্যতা ও মাপকাঠি। এই নির্দেশিকা অনুযায়ী, ১০০ দিনের গ্রামীণ প্রকল্পের অধীনে থাকা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবেন না। এছাড়া মিড ডে মিল প্রকল্পের অধীনে যারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন তাঁরাও প্রার্থী হতে পারবেন না। লাইব্রেরিয়ান এবং কল্যাণী স্পিনিং মিলের প্রাক্তন কর্মীরা প্রার্থী হতে পারবেন না। শ্রম দফতরের অধীনে যাঁরা চুক্তিভিত্তিক এটেন্ডেড হিসেবে কাজ করেন তাঁরাও প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারবেন না। তবে নির্দেশিকা অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর অধীনে থাকা প্রকল্প সহায়করা প্রার্থী হটে পারবেন। রাজ্য নির্বাচন কমিশন এই নির্দেশিকা বিভিন্ন জেলার ইলেকশন অফিসার ও জেলাশাসকদের পাঠিয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি যেন থামছেই না। মুর্শিদাবাদ, বর্ধমানের পর এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়া ঘিরে তীব্র সংঘর্ষ বাঁধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৃণমূলের মধ্যে। আইএসএফ-এর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা। এরপরই বোমাবাজির অভিযোগ ওঠে ঘটনাস্থলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাঁদানে গ্যাসও। পালটা পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগও উঠেছে। ফলত প্রাথমিকভাবে পিছু হটতে বাধ্য হয় পুলিশ।

সূত্রের খবর সোমবার ভাঙর ২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে গেলে আইএসএফ কর্মীদের বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার এলাকায় সংঘর্ষ বাঁধে দু'পক্ষের মধ্যে। চলে তীব্র বোমাবাজি। মুহুর্মুহু পড়তে থাকে বোমা। সাত রাউন্ড গুলিও চলেছে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনার জন্য দু'পক্ষই একে অপরকে দায়ী করছে।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর