Abhishek Banerjee: ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক, চিঠি দিয়ে জানালেন কারণ

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ১৩ জুন ইডির দফতরে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

নিয়োগ দুর্নীতি মামলায় আজই ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ১৩ জুন ইডির দফতরে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে চলছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি, পঞ্চায়েত ভোটের তোড়জোড়। এবার এই পরিস্থিতিতে অভিষেক হাজিরা দেবেন কি না সেই বিষয়ও মত সন্দেহ দানা বাঁধছিল। এবার সব রকমের জল্পনার অবসান ঘটিয়ে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন এদিন হাজিরা দিতে পারবেন না তিনি।

ইডিকে দেওয়া চিঠিতে অভিষেক স্পষ্টই জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারছেন না তিনি। শুধু তাই নয়। তিনি জানিয়েছেন যে সমস্ত তথ্য নথি তাঁর কাছে চাওয়া হয়েছে তার সঙ্গে ২৯ মার্চ যে মন্তব্য তিনি করেছেন সেটার কোনও যোগাযোগ নেই। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হওয়ায় প্রস্তুতিতে ব্যস্ত থাকায় ১৩ জুন হাজিরা দিতে পারবেন না তিনি। প্রয়োজনীয় তথ্য ও নথি সংশ্লিষ্ট সরকারি দফতর এবং অথরিটির কাছে রয়েছে।

Latest Videos

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের ঘটনায় রীতিমত উত্তপ্ত রাজ্য রাজনীতি। একাধিক জায়গায় গায়ের জোড়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এবার এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অন্য বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনা ফিরিয়ে আনছে ২০১৮ সালের স্মৃতি। একদিকে মনোনয়ন জমা দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। অন্যদিকে মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন। সব মিলিয়ে ঘরে বাইরে চাপে তৃণমূল কংগ্রেস। শনিবার নবজোয়ার যাত্রা কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের সচেতন থাকার বার্তা দেন। এদিন তিনি বলেন,'কোনও রকমের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনও রকমের প্ররোচনায় পা দেবেন না।' এদিন কল্যাণীর ক্যাম্প থেকে উত্তর ২৪ পরগনার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি জানিয়েছেন,'প্রশাসনকে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।'

 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury