শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপির মনোনয়ন জমা, প্রচারে স্লোগান ‘নো ভোট টু মমতা’

Published : Jun 13, 2023, 03:00 PM ISTUpdated : Jun 14, 2023, 12:50 PM IST
suvendu adhikari

সংক্ষিপ্ত

গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্লোগান উঠল ‘নো ভোট টু মমতা’। সেই মিছিলে সর্বাগ্রে নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী। 

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিজেপি প্রার্থী। গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্লোগান উঠল ‘নো ভোট টু মমতা’। সেই মিছিলে সর্বাগ্রে নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী।

১৩ জুন, মঙ্গলবার, ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগান তুলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করল বিজেপি। মঙ্গলবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা জানিয়ে রাখলেন যে, ‘বাংলার গ্রাম তৈরি হয়ে গিয়েছে। তৃণমূল এবার সাফ হবেই। যেখানেই ভোট হবে সেখানেই হারবে।’ মিছিলের মধ্যে তাঁর গলাতেও শোনা গেল ‘নো ভোট টু মমতা’ স্লোগান। 

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত ১৭টি। এই ১৭টির মধ্যে ১২টিই বিজেপির দখলে যাবে বলে ভবিষ্যদ্বাণী করে রাখলেন শুভেন্দু অধিকারী। পাঁচটি ত্রিশঙ্কু হবে বলে জানিয়েছেন তিনি। তারপর ওই ত্রিশঙ্কু হওয়া পাঁচটিও পদ্ম শিবিরই দখল করে নেবে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন- 
Odisha Train Accident: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর বড়সড় প্রেক্ষাপট পরিবর্তন, ১০ দিন পর আটক রেলের ৩ কর্মী
নিজেকে ‘আইএএস অফিসার’ পরিচয় দিয়ে একের পর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক, গ্রেফতার পুরুলিয়ার যুবক

Kalighater Kaku: নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়! এবার সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইকে ডেকে পাঠাল ইডি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর