Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের দিন বন্ধ সমস্ত অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান, বড় ঘোষণা নবান্নের

Published : Jul 06, 2023, 10:52 PM ISTUpdated : Jul 06, 2023, 10:53 PM IST
Image of  Nabanna EC

সংক্ষিপ্ত

মূলত ভোটদানে উৎসাহের জন্যই এই সিদ্ধান্ত বলে আশা করা হচ্ছে। তবে নির্বাচনের জন্য ব্যহত হবে না সেবিষয়ও সজাগ নজর রাখতে বলা হয়েছে।

আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই উপলক্ষে আগামী শনিবার সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার রাজ্যের ২২টি জেলায় অনুষ্টিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। এই সকল জেলায় রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও। এইদিন রাজ্যের সমস্ত কর্মীদের স্ববেতন ছুটির কথা ঘোষণা করল রাজ্য। মূলত ভোটদানে উৎসাহের জন্যই এই সিদ্ধান্ত বলে আশা করা হচ্ছে। তবে নির্বাচনের জন্য ব্যহত হবে না সেবিষয়ও সজাগ নজর রাখতে বলা হয়েছে। বিশেষত হাসপাতালের পরিষেবা যাতে কোনও মতেই ব্যহত না হয় তা দেখা হচ্ছে। প্রয়োজনে স্বাস্থ্য ক্ষেত্রে বাতিল হতে পারে ছুটি।

প্রসঙ্গত, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই অশান্তির চিত্র দেখা গিয়েছে রাজ্যজুড়ে। শান্তিপূর্ণ উপায় ভোট সম্পূর্ণ করতে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোট চলাকালীনও যদি কোনও রকমের দূর্নীতি, কারচুপি না অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনে। এর জন্য খোলা হয়েছে সর্বক্ষণের কন্ট্রোল রুম। 

নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে ফোন করবেন কোন নম্বরে?

রাজ্য পঞ্চায়েত নির্বাচনের কমিশনের নম্বর -1800 345 5553

এছাড়া জেলা ভিত্তিতে থাকছে নির্দিষ্ট অবসারর্ভার। প্রত্যেক জেলার জন্য থাকছে আলাদা আলাদা নম্বর।

কোন জেলার বাসিন্দারা কোন নম্বরে অভিযোগ জানাবেন?

  • আলিপুরদুয়ার
  • স্পেশাল অবজারভার - মহম্মদ ইকলাখ ইসলাম 704784998/ 9836172882
  • বাঁকুড়া
  • স্পেশাল অবজারভার - নীলাঞ্জনা দাশগুপ্ত 90461 40452
  • বীরভূম
  • স্পেশাল অবজারভার - জয়দীপ দত্তগুপ্ত, 7551064046
  • কোচবিহার
  • স্পেশাল অবজারভার - প্রসেনজিৎ হানস, 7583985214
  • দক্ষিণ দিনাজপুর
  • স্পেশাল অবজারভার - দীপঙ্কর চৌধুরী, 8972494807
  • দার্জিলিং ও কালিম্পং
  • স্পেশাল অবজারভার - প্রভুধ্য দত্ত দ্রাবিড় প্রধান, 94341155218/ 8250883909
  • হুগলি
  • স্পেশাল অবজারভার - নন্দিনী ঘোষ, 7439985318
  • হাওড়া
  • স্পেশাল অবজারভার - অজয় ভট্টাচার্য, 6292317904
  • জলপাইগুড়ি
  • স্পেশাল অবজারভার - সুজাতা ঘোষ, 8670897101
  • ঝাড়গ্রাম
  • স্পেশাল অবজারভার - গোলাম হাসান ওবাদির রহমান, 8918970277
  • নদিয়া
  • স্পেশাল অবজারভার - অচিন্ত্য কুমার পতি, 9046694730
  • উত্তর ২৪ পরগনা
  • স্পেশাল অবজারভার - অভিষেক কুমার তিওয়ারি, 9147180087
  • পশ্চিম বর্ধমান
  • স্পেশাল অবজারভার - জয়দীপ মুখোপাধ্যায়, 6296427904
  • পশ্চিম মেদিনীপুর
  • স্পেশাল অবজারভার - অর্জুন, 9073938057
  • পূর্ব বর্ধমান
  • স্পেশাল অবজারভার - ইউ স্বরূপ, 7719363764
  • পূর্ব মেদিনীপুর
  • স্পেশাল অবজারভার - নিখিল নির্মল, 7586095222
  • পুরুলিয়া
  • স্পেশাল অব্জারভার - কোনথাম সুধীর, 9046141506
  • দক্ষিণ ২৪ পরগনা
  • স্পেশাল অবজারভার - অনুরাগ শ্রীবাস্তব, 9147180190
  • উত্তর দিনাজপুর
  • স্পেশাল অবজারভার - উত্তম কুমার পাত্র, 9800874631

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ