Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের বিধি ভেঙেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্য নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Published : Jul 04, 2023, 07:58 AM ISTUpdated : Jul 04, 2023, 09:49 AM IST
Governor Cv Ananda Bose mamata banerjee

সংক্ষিপ্ত

সিভি আনন্দ বোস মন্তব্য করেন, “মানুষের রক্ত নিয়ে রাজনৈতিক হোলি বন্ধ হওয়া উচিত।” এরপরেই শাসকদল তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে, “রাজ্যপাল একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন।” 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হতে আর মাত্র ৩ দিন বাকি। তারই আগে রাজ্য বনাম রাজ্যপাল দ্বন্দ্ব ক্রমাগত চলে আসছে বিরোধিতার পর্যায়ে। সোমবার হিংসাবিধ্বস্ত বাসন্তী থেকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারই পালটা আবার নির্বাচনের কমিশনের কাছে রাজ্যপালের বিরুদ্ধে বিধি ভঙ্গ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে তিনি মন্তব্য করেন, ‘সাধারণ মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক’। এর পাশাপাশি হিংসা বন্ধে কড়া পদক্ষেপ করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। অপরদিকে, ৩ জুলাই, সোমবারই রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য নির্বাচনে কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, ভোট ঘোষণার পর আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করছেন সি ভি আনন্দ বোস।

সোমবার বাসন্তীর গাগরামারি গ্রামে গিয়েছিলেন রাজ্যপাল। এর পর তিনি পৌঁছন ক্যানিংয়ে সেচ দফতরের বাংলোয়। সেখানে বাসন্তীর গাগরামারি গ্রামে নিহত যুব তৃণমূল কর্মী জহিরুল মোল্লার মেয়ে মনোয়ারা পিয়াদার সঙ্গে দেখা করেন তিনি। এরপর সাংবাদিক বৈঠকে বোস বলেন, ‘‘রাজ্যের যেখানে যেখানে সন্ত্রাস হয়েছে, সেখানে যাচ্ছি। আমি দেশের সংবিধান মেনে এবং রাজ্যপালের এক্তিয়ার মেনেই এই কাজ করছি।’’ সেখানেই তিনি মন্তব্য করেন, “মানুষের রক্ত নিয়ে রাজনৈতিক হোলি বন্ধ হওয়া উচিত।” এরপরেই শাসকদল তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে, “রাজ্যপাল একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন।”

আরও পড়ুন-

Jharkhand Bandh: সাঁওতালি ভাষাকে প্রথম সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবি, সমগ্র ঝাড়খণ্ড জুড়ে বনধের ডাক
‘বিজ্ঞাপন দেওয়ার টাকা থাকলে রেল প্রকল্পের টাকা নেই কেন!’ অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Saayoni Ghosh: একের পর এক প্রচার থেকে বাদ, সায়নী ঘোষকে নিয়ে কি বড় সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল?

PM Modi News: নরেন্দ্র মোদীকে কি নজরে রাখা হচ্ছে? ভোরের অন্ধকারে ওড়া ড্রোন নিয়ে ঘনাচ্ছে রহস্য

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর