Panchayat Election 2023 LIVE : বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ, কার হাতে থাকবে গ্রামের দখল?

সংক্ষিপ্ত

রক্তপাত, প্রাণহানি, বন্দুক, গুলি আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভারী বুটের শব্দ। সেসব ছাপিয়েই শনিবার ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের দিন যাতে কোনও রকমের কোনও অশান্তি না হয় সেদিকেই কড়া নজর রাখছে প্রসাশন। ইতিমধ্যেই রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচনে কমিশের চাহিদা মত রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এক কোম্পানিতে ৮০ জন করে জওয়ান থাকবে বলে যদি ধরে নেওয়া হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৬৫ হাজার। রাজ্যে বুথের সংখ্যা ৬৩ হাজারের বেশি। রাজ্য পুলিশের সংখ্যা ৭০ হাজার। সব মিলিয়ে রাজ্যে হাতে নিরাপত্তা বাহিনী থাকবে ১৩৫০০০ । তাই সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না।

08:07 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। 

07:05 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: রাষ্ট্রপতি শাসনের আর্জি শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনের আবহে সন্ত্রাসের পরিস্থিতির জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

06:20 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: আক্রান্ত দীপ্সিতা ধর

পঞ্চায়েত নির্বাচনের দিন আক্রান্ত দীপ্সিতা ধর। হাওড়ার বালির ঘোষপাড়া হাইস্কুলে দীপ্সিতা ধরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

06:04 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: বিকেল ৫টা পর্যন্ত কত ভোট পড়ল

বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ

05:44 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: নির্বাচনের শেষলগ্নেও উত্তপ্ত ভাঙর

সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙর। লাঠি হাতে ভিড় এসএফআই কর্মীদের। 

05:14 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: রাজ্য নির্বাচন কমিশনের দফতরে হাতাহাতি

শনিবার আচমকা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে নির্বাচন কমিশনের অফিসের ভিতরে ঢুকে পড়েন বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢুকে বিজেপি বেশ কয়েকজন সদস্য সমর্থক বিক্ষোভ শুরু করেন।

04:48 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: এই পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ বলা সম্ভব নয়- রাজীব সিনহা

ভোটগ্রহণে বেলাগাম সন্ত্রাস চোখে পড়েছে। সেই নিয়ে দুপুরে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, "অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তার পর তদন্ত এবং গ্রেফতারি। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে। ঘন ঘন অভিযোগ আসছে। এ নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তবে ৬০০-র মতো অভিযোগ সামনে এসেছে। কমিশন সমাধানও করছে।"

04:35 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: দুপুর ৩টে পর্যন্ত কত ভোট পড়ল?

দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৩২ শতাংশ

04:30 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: মুর্শিদাবাদে হাসপাতাল পরিদর্শনে অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বোমা হামলার ঘটনার পর মুর্শিদাবাদের একটি হাসপাতালে পরিদর্শন করেছেন। একটি ভোটকেন্দ্র লুট করার জন্য দুর্বৃত্তদের প্রচেষ্টার সময় ঘটনাটি ঘটেছে, যার ফলে একজন ৬২ বছর বয়সী ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের সঙ্গেও দেখা করেন অধীর চৌধুরী।

04:00 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: শূন্যে গুলি ছুড়ল কেন্দ্রীয় বাহিনী, উত্তপ্ত নদিয়া

নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাজির ঘটনা ঘিরে অশান্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে কেন্দ্রীয় বাহিনী।

03:55 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: কোচবিহারে চলল গুলি

কোচবিহারের মাথাভাঙায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অভিযোগের তির বিজেপির দিকে।

03:34 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE : গুলিবিদ্ধ এসইউসিআই কর্মী

ভোট দিতে গিয়ে আক্রান্ত ৩ এসইউসিআই কর্মী। কুলতলি ব্লকের মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

03:32 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

মাথাভাঙ্গা ১ ব্লকের বেলতাপারা ২১২ নম্বর বুথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আপাতত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

03:30 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: আক্রন্ত পোলিং অফিসার

বুথের মধ্যেই আক্রান্ত পোলিং অফিসার অমর্ত্য সেন। ঘটনাটি ঘটে জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের পোলিং অফিসে। আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে তাঁকে।

03:27 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: কেশপুরে সংঘর্ষের ঘটনায় আহত তৃণমূল নেতা

কেশপুরের উচাহার গ্রামে সংঘর্ষের জেরে মাথা ফাটল তৃণমূল নেতার। ঘটনাস্থলে পুলিশের দেখা মেলেনি বলেও অভিযোগ।

03:25 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: উত্তর দিনাজপুরে খুন তৃণমূল প্রার্থী

উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ বুথে খুন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কংগ্রেস তৃণমূল সংঘর্ষেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। আহত আরও ১৫ জন।

02:32 PM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: দুপুর ১টা পর্যন্ত কত ভোট পড়ল?

দুপর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৬৬ শতাংশ।

 

01:46 PM (IST) Jul 08

পঞ্চায়েত ভোটে হিংসার বলি ১১ জন

বাংলার পঞ্চায়েত ভোটে বেনজির হিংসা। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত শাসক ও বিরোধী মিলিয়ে ১১ জনের প্রাণ গেল। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে এপর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। মালদা ,মুর্শিদাবাদ, কোচবিহার -সহ রাজ্যের একাধিক এলাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে। 

 

01:10 PM (IST) Jul 08

সিপিএম কর্মী খুন

লালগোলায় এক সিপিএম কর্মীকে খুন।অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুই পক্ষের সংঘর্ষও হয়। 

01:09 PM (IST) Jul 08

বাসন্তীতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার তৃণমূল কর্মী খুন

বাসন্তীতে-- ভোট দিতে লাইনে দাড়িয়েছিলেন এক তৃণমূল কর্মী, সেই সময় বোমাবাজি শুরু হয়, সেই বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল কর্মীর

01:08 PM (IST) Jul 08

কাটোয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ সিপিএমএর বিরুদ্ধে

কাটোয়ায় ১ তৃণমূল কর্মীকে বুথ থেকে টেনে বের করে মারতে মারতে পিটিয়ে খুন, অভিযোগের আঙুল সিপিএমম-এর দিকে

12:58 PM (IST) Jul 08

কালীঘাট চলো অভিযানের ডাক শুভেন্দুর

পঞ্চায়েত ভোটে নজিরবিহীন হিংসার অভিযোগ তুলে 'কালীঘাট চলো অভিযান'এর ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার পঞ্চায়েত ভোট চলাকালীনই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, কালীঘাট থেকে ইট খুলে নিতে হবে বাংলার মানুষকে। বাংলার গণতন্ত্রকে রক্ষা করার জন্য তিনি পতাকা ছেড়ে বা পতাকা নিয়ে যে কোনও রকম কাজ করতে রাজি বলেও জানিয়েছেন।

12:41 PM (IST) Jul 08

''পঞ্চায়েত ভোটে ছোট ছোট ঘটনা ঘটছে': কুণাল ঘোষ

পঞ্চায়েতে বড় কোনও ঘটনা ঘটেনি। ছোট ছোট ঘটনা ঘরছে। জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র। বিজেপি হারবে। শুভেন্দু অধিকারীর দিল্লির কাছে মুখ রক্ষার জন্য এজাতীয় নাটক করছে বলেও অভিযোগ করেন তৃণমূলের মুখপাত্র। 

12:34 PM (IST) Jul 08

পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে বিজেপির ক্ষোভ

পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রক্তারক্তি অব্যাহত। রাজনৈতিক সন্ত্রাস নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচনের কমিশনের ওপর তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। ৮ জুলাই সকালে টুইটারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কেঃ

Panchayat Election: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজ রক্তাক্ত', ক্ষোভ উগরে দিলেন অমিত মালব্য শুভেন্দু অধিকারী

 

12:07 PM (IST) Jul 08

বুথ দখল করে দেদার ছাপ্পা উত্তর দিনাজপুরের ভাতপুকুরে

নজিরবিহীনভাবে ভোট লুঠের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভাতপুকুরে বুথ দখল নিয়ে ছাপ্পা দেওয়ার হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

12:06 PM (IST) Jul 08

বিজেপি কর্মী আহত কোচবিহারে

কোচবিহারের গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের ঘুঘুমারি-তে গুলিতে আহত রেজাউল করিম নামে এক বিজেপি কর্মী এবং গুরুতর আহত বিজেপি প্রার্থীর দীপা সরকারের স্বামী গৌতম সরকার।

11:49 AM (IST) Jul 08

Panchayat Election 2023 LIVE: অনুব্রতর গড়ে দেদার ছাপ্পা ভোট!

বীরভূমের রামপুরহাটে ২৬ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। 

11:26 AM (IST) Jul 08

Suvendu Adhikari on Panchayat Election Violence: তৃণমূলের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী

‘এটাই তৃণমূলের গণতান্ত্রিক মডেল’, লিখে টুইটারে সন্ত্রাসের ছবি পোস্ট করলেন বিরোধী দলনেতা। 
 

 

11:12 AM (IST) Jul 08

Gram Panchayat Election 2023: তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, সমস্ত দলের বিরুদ্ধেই অশান্তি করার অভিযোগ

দিকে দিকে তীব্র সন্ত্রাস, ব্যালট পেপার লুঠ। ভোটারদের ভোটই দিতে দেওয়া হচ্ছে না বিভিন্ন এলাকায়। 

11:11 AM (IST) Jul 08

Amit Malviya Panchayat Election Violence: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিরপরাধ মানুষের রক্ত', লিখলেন অমিত মালব্য

পশ্চিমবঙ্গের সন্ত্রাস নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচনের কমিশনের ওপর তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। 
 

 

10:11 AM (IST) Jul 08

Panchayat Election 2023: কদম্বগাছিতে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল

সকাল থেকেই পঞ্চায়েত ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে বের হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন। সাধারণ মানুষ ও ভোটকর্মীদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে রাজ্যপাল তাঁর কনভয় নিয়ে হাজির হয়েছেন কদম্বগাছিতে। সেখানে আজ সকালে এই নির্দল প্রার্থী আক্রান্ত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। 

10:09 AM (IST) Jul 08

Panchayat Election 2023: ভাঙড়ে আইএসএফ প্রার্থীর বাড়িতে সকালে তালা

ভাঙড় ব্লকের একটি গ্রামে আইএসএফ প্রার্থীর বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়। যার ফলে কেউ বাড়ি থেকে বের হতে পারেননি। এমনকী তালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করলে খুন করে দেওয়ার হুমকি-র অভিযোগ আইএসএফ প্রার্থী ও তাঁর পরিবারের। পুলিশ এসে তালা ভেঙে আইএসএফ প্রার্থীকে বুথে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। তাঁর  সাফ জবাব গত কয়েক দিন ধরে শাসক দলের নেতৃত্বে যেভাবে দুষ্কৃতীরা এলাকায় দাপিয়েছে তাতে পুলিশকে বারবার ফোন করেও কতোনও সাহায্য মেলেনি। এমনকী, আজ সকাল থেকে বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি বলে অভিযোগ। তাই কেন্দ্রীয় বাহিনী এলে তবেই আইএসএফ প্রার্থী বুথে যাবেন বলে জানিয়েছেন। 

10:05 AM (IST) Jul 08

Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশনের দফতরে নেই রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার

কোথায় গেলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা! এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে। সকাল ৯.৩০ পর্যন্ত তাঁকে দফতরে পাওয়া যায়নি। এদিকে, ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। দিকে দিকে সন্ত্রাসের অভিযোগ। খুন হয়ে গিয়েছেন ৫ জন। কিন্তু, এই সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কী ব্যবস্থা নিচ্ছেন তা জানা যায়নি। 

09:51 AM (IST) Jul 08

কোচবিহারের দিনহাটায় ব্যালট বক্সে জল ঢেলে দিলেন বিজেপি প্রার্থী

কোচবিহারের দিনহাটায় বুথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রিসাইডিং অফিসারের। প্রার্থীর এজেন্ট বুথে আসতে পারেননি। তাই সকাল থেকে হওয়া ভোটের কোনও মূল্য নেই। এই নিয়ে তর্ক-বিতর্ক চলার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এরপর ব্যাগের ভিতর থেকে জলের বোতল বের করে সমস্ত ব্যালট বক্সে জল ফেলে দেন বলে অভিযোগ। জলের জন্য ভোট দেওয়া সমস্ত ব্যালত নষ্ট হয়ে গিয়েছে। এমনকী, ভোটের কালিকেও জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও, বুথের সামনে থেকে সরতে নারাজ ভোটদাতারা। তারা ভোট দিয়ে তবেই বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন। 

09:45 AM (IST) Jul 08

Panchayat Election Latest News: কোচবিহারের খাটমারিতে শেষ ভোটগ্রহণ

কোচবিহারের খাটমারিতে ভোররাত থেকে ব্যাপক রিগিং-এর অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের। বুথ জ্যাম করে ছাপ্পা ভোট। যার ফলে আড়াই ঘণ্টায় ভোট শেষ। এদিকে, বুথের বাইরে দাঁড়িয়ে ভোটদাতারা। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। আতঙ্কে ভোটকর্মীরা। 

09:18 AM (IST) Jul 08

Gram Panchayat Election 2023 West Bengal: ঘটিহারায় পঞ্চায়েত প্রার্থীর বৃদ্ধ বাবার উপর প্রাণঘাতী আক্রমণ

জেলা পরিষদের বিজেপি প্রার্থী প্রতাপাদিত্য বরের বাবা পঙ্কজ বরের উপর প্রাণঘাতী আক্রমণ করার অভিযোগ। এলাকার প্রায় সমস্ত বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারাত্মক অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ।

08:51 AM (IST) Jul 08

Panchayat Election in Bengal News: জেলায় জেলায় হিংসার খবর

বিস্তারিত পড়ুন- 

08:38 AM (IST) Jul 08

Panchayat Election 2023: তৃণমূল কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সরব শশী পাঁজা

পঞ্চায়েত ভোটগ্রহণের আগের রাতেই মুর্শিদাবাদে খুন ৩ তৃণমূল কর্মী। তৃণমূল কংগ্রেসের তরফে এই খুনের ঘটনায় বাম-কংগ্রেসের দিকেই আঙুল তোলা হয়েছে। আর সেই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে বিজেপি-র মদতে বাম-কংগ্রেস এই সন্ত্রাস করেছে। এমনকী বিভিন্ন স্থানে বিরোধীরা একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের হামলার নিশানা করছেন বলেও তাদের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার কড়া নিন্দা করেছেন এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

08:30 AM (IST) Jul 08

Panchayat Election Violence: 'যাঁরা কেন্দ্রীয় বাহিনীর ধুয়ো দিচ্ছিলেন, তাঁরা এখন কোথায়?' কটাক্ষ কুণালের

‘হার নিশ্চিত জেনে সমানে হামলা চালাচ্ছে বিজেপি-সহ বাকি বিরোধীরা,' পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের সকালে এভাবেই বিরোধীদের দিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ভোটগ্রহণের প্রাক্কালে যে সন্ত্রাস বিরোধীরা করেছে তার জেরে তাঁদের একাধিক কর্মী নিহত বা আহত হয়েছেন। 'যাঁরা কেন্দ্রীয় বাহিনীর ধুয়ো দিচ্ছিলেন তাঁরা এখন কোথায়?' এই প্রশ্ন তুলেও কটাক্ষ করেছেন কুণাল।

08:23 AM (IST) Jul 08

West Bengal Governor CV Ananda Bose: সাত সকালেই ভোট পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

Governor CV Ananda Bose on Panchayat Election: কথা মত কাজ করতে শুরু করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের দিন সকালেই কনভয় নিয়ে বেরিয়ে পড়লেন ভোট পরিদর্শনে। তিনি আগেই জানিয়েছিলেন ভোটের সকাল থেকেই তিনি সক্রিয় থাকবেন রাজ্য হিংসা পরিস্থিতি মোকাবিলার জন্য। এদিন প্রথমেই যান উত্তর ২৪ পরগনায়।


More Trending News