টুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর ও চুক্তিবদ্ধ খুনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্য জুড়ে তাঁর পরিকল্পনার বাস্তবায়ন করছেন।”

পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রক্তারক্তি অব্যাহত। রাজনৈতিক সন্ত্রাস নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচনের কমিশনের ওপর তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। ৮ জুলাই সকালে টুইটারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতা।

তিনি লিখেছেন, “রক্তে ভেজা পঞ্চায়েত নির্বাচন। কোচবিহারের ফালিমারি গ্রামে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে তৃণমূল আশ্রিত গুণ্ডারা খুন করেছে। নির্বাচন কমিশন কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিরীহ মানুষের রক্ত ​​লেগে আছে। পশ্চিমবঙ্গে তাঁর কঠোর শাসনের অবসান ঘটাতে হবে।”

Scroll to load tweet…

একই সুরে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সন্ত্রাসের ছবি পোস্ট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন রাক্ষসতন্ত্রের উদযাপন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৃত্য ও চুক্তিবদ্ধ খুনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্য জুড়ে তাঁর পরিকল্পনার বাস্তবায়ন করছেন। এটাই তাদের গণতান্ত্রিক মডেল।”

Scroll to load tweet…

আরও পড়ুন-

তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে চূড়ান্ত অশান্তি করার অভিযোগ
Panchayat Election: একের পর এক হিংসার খবর, পঞ্চায়েত ভোটে রক্তারক্তি থামছে না বাংলায়

Panchayat Election: তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা, পঞ্চায়েত ভোটের হিংসায় কেন্দ্রীয় বাহিনীকেই কাঠগড়ায় তুলল শীর্ষ নেতৃত্ব

Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস