পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের।
- Home
- West Bengal
- West Bengal News
- Panchayat Election 2023 LIVE : বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ, কার হাতে থাকবে গ্রামের দখল?
Panchayat Election 2023 LIVE : বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ, কার হাতে থাকবে গ্রামের দখল?
রক্তপাত, প্রাণহানি, বন্দুক, গুলি আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভারী বুটের শব্দ। সেসব ছাপিয়েই শনিবার ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের দিন যাতে কোনও রকমের কোনও অশান্তি না হয় সেদিকেই কড়া নজর রাখছে প্রসাশন। ইতিমধ্যেই রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচনে কমিশের চাহিদা মত রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এক কোম্পানিতে ৮০ জন করে জওয়ান থাকবে বলে যদি ধরে নেওয়া হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৬৫ হাজার। রাজ্যে বুথের সংখ্যা ৬৩ হাজারের বেশি। রাজ্য পুলিশের সংখ্যা ৭০ হাজার। সব মিলিয়ে রাজ্যে হাতে নিরাপত্তা বাহিনী থাকবে ১৩৫০০০ । তাই সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না।
- FB
- TW
- Linkdin
পঞ্চায়েত নির্বাচনের আবহে সন্ত্রাসের পরিস্থিতির জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পঞ্চায়েত নির্বাচনের দিন আক্রান্ত দীপ্সিতা ধর। হাওড়ার বালির ঘোষপাড়া হাইস্কুলে দীপ্সিতা ধরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ
সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙর। লাঠি হাতে ভিড় এসএফআই কর্মীদের।
শনিবার আচমকা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে নির্বাচন কমিশনের অফিসের ভিতরে ঢুকে পড়েন বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢুকে বিজেপি বেশ কয়েকজন সদস্য সমর্থক বিক্ষোভ শুরু করেন।
ভোটগ্রহণে বেলাগাম সন্ত্রাস চোখে পড়েছে। সেই নিয়ে দুপুরে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, "অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তার পর তদন্ত এবং গ্রেফতারি। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে। ঘন ঘন অভিযোগ আসছে। এ নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তবে ৬০০-র মতো অভিযোগ সামনে এসেছে। কমিশন সমাধানও করছে।"
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৩২ শতাংশ
পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বোমা হামলার ঘটনার পর মুর্শিদাবাদের একটি হাসপাতালে পরিদর্শন করেছেন। একটি ভোটকেন্দ্র লুট করার জন্য দুর্বৃত্তদের প্রচেষ্টার সময় ঘটনাটি ঘটেছে, যার ফলে একজন ৬২ বছর বয়সী ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের সঙ্গেও দেখা করেন অধীর চৌধুরী।
নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাজির ঘটনা ঘিরে অশান্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে কেন্দ্রীয় বাহিনী।
কোচবিহারের মাথাভাঙায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অভিযোগের তির বিজেপির দিকে।
ভোট দিতে গিয়ে আক্রান্ত ৩ এসইউসিআই কর্মী। কুলতলি ব্লকের মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।
মাথাভাঙ্গা ১ ব্লকের বেলতাপারা ২১২ নম্বর বুথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আপাতত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুথের মধ্যেই আক্রান্ত পোলিং অফিসার অমর্ত্য সেন। ঘটনাটি ঘটে জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের পোলিং অফিসে। আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে তাঁকে।
কেশপুরের উচাহার গ্রামে সংঘর্ষের জেরে মাথা ফাটল তৃণমূল নেতার। ঘটনাস্থলে পুলিশের দেখা মেলেনি বলেও অভিযোগ।
উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ বুথে খুন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কংগ্রেস তৃণমূল সংঘর্ষেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। আহত আরও ১৫ জন।
দুপর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৬৬ শতাংশ।
বাংলার পঞ্চায়েত ভোটে বেনজির হিংসা। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত শাসক ও বিরোধী মিলিয়ে ১১ জনের প্রাণ গেল। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে এপর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। মালদা ,মুর্শিদাবাদ, কোচবিহার -সহ রাজ্যের একাধিক এলাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
লালগোলায় এক সিপিএম কর্মীকে খুন।অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুই পক্ষের সংঘর্ষও হয়।
বাসন্তীতে-- ভোট দিতে লাইনে দাড়িয়েছিলেন এক তৃণমূল কর্মী, সেই সময় বোমাবাজি শুরু হয়, সেই বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল কর্মীর