বৃহস্পতিবার ভাঙড়ে কী ঘটেছিল, বোমা ছোড়া হয়েছিল কি না, এই সমস্তকিছু প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল।
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে হিংসা অশান্তি। গোলাগুলি থেকে খুনোখুনি, শাসক বনাম বিরোধী পক্ষের লড়াইয়ে একের পর এক প্রাণহানির খবরে তটস্থ সাধারণ মানুষ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজ্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও মৃত্যুর খবর নিয়ে বারংবার শিরোনামে উঠে আসছে পঞ্চায়েত ভোটের কথা। এই পরিস্থিতিতে ১৬ জুন, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার হিংসাবিধ্বস্ত এলাকা ভাঙড় পরিদর্শন করার জন্য পৌঁছলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। ফলাফল প্রকাশিত হবে ১১ জুলাই। পঞ্চায়েত ভোট একেবারে শান্তিপূর্ণভাবে করানোর জন্য নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু, মনোনয়ন পর্বের শুরু থেকেই যে হিংসার ছবি বারবার প্রকাশ পাচ্ছে, তাতে নির্বাচনের মাস শুরু হলে পরিস্থিতি কী হবে, তা ভেবে চিন্তিত সকলেই। গত মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বোমাবাজি, গোলাগুলি ও ইট পাটকেল ছোড়া অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার এই এলাকায় গোলাগুলিতে জখম হয়ে মারা গিয়েছেন ৩ জন। মৃতদের মধ্যে ২ জন তৃণমূল কর্মী এবং এক জন আইএসএফ কর্মী বলে জানা গেছে। একের পর এক অশান্তির ঘটনায় বাংলার রাজ্যপালের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছিলেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-র মুখেও একই সুর শোনা গিয়েছিল। এরপরেই বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বার্তা দিয়েছিলেন, ‘নো ওয়র্ডস, অনলি অ্যাকশন’, অর্থাৎ, এখন আর কোনও কথা নয়, এবার শুধু কাজ হবে।
হিংসা হানাহানি বন্ধ করার জন্য কী ‘কাজ’ হবে, সেই প্রসঙ্গে রাজ্যপাল সাংবাদিকদের বলেছিলেন, “অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আপনি কার্যকর পদক্ষেপ, কঠিন পদক্ষেপ দেখতে পাবেন। এটুকুই এখন বলতে পারি।” এই বার্তা দেওয়ার পরেই শুক্রবার সকালে ভাঙড়ে পৌঁছেছেন আনন্দ বোস। গুলি চালানোর স্থল বিজয়গঞ্জ বাজারে গিয়ে আঞ্চলিক মানুষজনের সাথে কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার ভাঙড়ে কী ঘটেছিল, বোমা ছোড়া হয়েছিল কি না, এই সমস্তকিছু প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন-
Cyclone Biparjoy: বিশাল উঁচু ব্রিজ ছাপিয়ে সমুদ্রের রাক্ষুসে ঢেউ, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর সর্বগ্রাসী রূপ দেখল গুজরাট
বিজেপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা, মণিপুরে ভয়াবহ হিংসার শিকার কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন
কথা নয়, শুধু কাজ হবে: পঞ্চায়েত ভোটের হিংসা রুখতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ইঙ্গিতপূর্ণ মন্তব্য