সংক্ষিপ্ত
রাজ্যপাল সাংবাদিকদের জানিয়েছেন, “অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আপনি কার্যকর পদক্ষেপ, কঠিন পদক্ষেপ দেখতে পাবেন।”
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে হিংসা অশান্তির খবর লেগেই আছে। গোলাগুলি থেকে খুনোখুনি, শাসক বনাম বিরোধী পক্ষের লড়াইয়ে একের পর এক প্রাণহানির খবরে তটস্থ সাধারণ মানুষ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজ্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে হিংসা রোখার জন্য সাংবাদিকদের কাছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। ফলাফল প্রকাশিত হবে ১১ জুলাই। পঞ্চায়েত ভোট একেবারে শান্তিপূর্ণভাবে করানোর জন্য নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু, মনোনয়ন পর্বের শুরু থেকেই যে হিংসার ছবি বারবার প্রকাশ পাচ্ছে, তাতে নির্বাচনের মাস শুরু হলে পরিস্থিতি কী হবে, তা ভেবে চিন্তিত সকলেই। প্রশাসনের দ্বারা হিংসা হানাহানি কীভাবে রোধ করা সম্ভব হবে, সেবিষয়ে জিজ্ঞেস করা হলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস জবাব দিয়েছেন অতি সংক্ষেপে এবং স্পষ্ট ভাষায়।
বৃহস্পতিবার রাজ্যের হিংসা পরিস্থিতি সম্পর্কে রাজ্যপাল বলেন, “কোনও কথা নয়। এবার শুধু কাজ।” (নো ওয়র্ডস, অনলি অ্যাকশন) । সাংবাদিকদের তিনি আরও বলেন, “অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আপনি কার্যকর পদক্ষেপ, কঠিন পদক্ষেপ দেখতে পাবেন। এটুকুই এখন বলতে পারি।” বলা বাহুল্য, সরগরম পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের তরফ থেকে এহেন কঠোর জবাব অনেকটাই তাৎপর্যপূর্ণ। কোন পদক্ষেপে রাজনৈতিক দলাদলি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করতে চলেছেন রাজ্যপাল আনন্দ বোস, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন-
Weather News: অস্বস্তিকর গরমের সতর্কবার্তা, সপ্তাহান্তে একটানা বৃষ্টির পূর্বাভাস
সংসারে সমৃদ্ধি বাড়ানোর জন্য গণেশের মূর্তি রাখেন অনেকেই, কিন্তু সিদ্ধিদাতাকে ঠিক কীভাবে রাখলে তবেই ফিরবে সৌভাগ্য?
Gold Silver Price: শুক্রবার আরও কমল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট