সংক্ষিপ্ত

সূত্রের খবর, সোমবারই তলব করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর জামাইকে। ‘কালীঘাটের কাকু’-র দাবি যে, তাঁর জামাইয়ের নামে কিছুই নেই। 

পশ্চিমবঙ্গে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের প্রাক্তন কর্মী ‘কালীঘাটের কাকু’ তথা সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবার হেফাজতে রেখে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর তদন্তে নেমে তাঁর জামাইকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সূত্রের খবর, সোমবারই তলব করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর জামাইকে। যদিও এ প্রসঙ্গে ‘কালীঘাটের কাকু’-র দাবি যে, ‘জামাইয়ের নামে কিছুই নেই’। তাই, তাঁকে ডেকে কোনও লাভ হবে না। এমনটাই জানিয়েছেন একদা পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ।

সোমবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে আসা হয় সুজয় কৃষ্ণকে। সেই সময়ই তাঁর জামাইকে ইডির তলব করার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করেন উপস্থিত সাংবাদিকরা। সেই প্রশ্ন শুনে ‘কালীঘাটের কাকু’ সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন যে, “বাড়ির লোককে ডাকছে। ওদের নামে কিছু নেই।” পরে অবশ্য জোকা ইএসআই-তে গিয়ে সুজয় জানিয়েছেন যে, “কিছুই বলার নেই। তদন্তের স্বার্থে ডেকেছে।”

আরও পড়ুন-

নাইরোবিতে বাজছে সত্যজিৎ-এ আর রহমান-হ্যারি বেলাফন্টে, অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন বাঙালি শিল্পী অনন্যা
Cyclone Biparjoy: প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক

‘শুধু ভারতীয়রাই নন, পৃথিবীর যেকোনও দেশ বিপদের সময় প্রধানমন্ত্রী মোদীর সাহায্য আশা করে’, দাবি বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের