Panchayat Election 2023: রাজভবনে ‘শান্তি ঘর’, হিংসা রুখতে ফোন নম্বর চালু করলেন সিভি আনন্দ বোস

কী হবে এই ‘শান্তি ঘর’-এ? জানা যাচ্ছে, এই কক্ষে একটি বিশেষ ফোন নম্বর এবং একটি ইমেল আইডি চালু করা হয়েছে রাজভবনের তরফে। সাধারণ মানুষ সরাসরি ওই নম্বরে ফোন যেকোনও প্রান্তের অশান্তির খবর পৌঁছে দিতে পারবেন। 

৮ জুলাই আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর বারবার প্রকাশ্যে আসছে। ক্যানিং, ভাঙড়, চোপড়া, একাধিক জেলার সংবেদনশীল অঞ্চল রাজনৈতিক দলাদলিতে সরগরম। বিভিন্ন জায়গার মানুষের সাথে স্বয়ং উপস্থিত থেকে অশান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে তাঁর কাজ শুরু হওয়ার পর এটাই হতে চলেছে বাংলার প্রথম ভোট। চারিদিক থেকে এত অশান্তির খবর উদ্বিগ্ন হয়ে রয়েছে আনন্দ বোস। হিংসা, রক্তারক্তি ঠেকাতে এবার আরও বড় পদক্ষেপ গ্রহণ করলেন তিনি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই সাংবাদিকদের কাছে রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, হিংসা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আর বেশি কথা বাড়ানো হবে না। (‘নো ওয়র্ডস, অনলি অ্যাকশন’)। অর্থাৎ, এবার শুধু কাজ করা হবে। সাংবাদিকদের কাছে তিনি বলেছিলেন, “অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আপনি কার্যকর পদক্ষেপ, কঠিন পদক্ষেপ দেখতে পাবেন। এটুকুই এখন বলতে পারি।” এরপরেই চোপড়া এবং ক্যানিং-এর মানুষের সাথে কথা বলে ফিরে আসার পর রাজভবন থেকে শান্তি কক্ষ বা Peace Room চালু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Latest Videos

কী হবে এই ‘শান্তি ঘর’-এ? জানা যাচ্ছে, এই কক্ষে একটি বিশেষ ফোন নম্বর এবং একটি ইমেল আইডি চালু করা হয়েছে রাজভবনের তরফে। সাধারণ মানুষ সরাসরি ওই নম্বরে ফোন করে অথবা ওই ইমেল আইডিতে যোগাযোগ করে বাংলার যেকোনও প্রান্তের অশান্তির খবর শীর্ষ প্রশাসনিক কর্তার কাছে পৌঁছে দিতে পারবেন। যে অভিযোগগুলি নথিভুক্ত হবে, সেগুলি রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে এবং এগুলির ভিত্তিতে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

‘শান্তি ঘর’-এ চালু হওয়া ফোন নম্বরটি হল: 033-22001641 । অপরদিকে, ইমেল আইডি-র ঠিকানা হল: OSD2w.b.governor@gmail.com । দুটির মাধ্যমেই সরাসরি রাজ্যপালের দফতরে যোগাযোগ করে যাবতীয় অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন-

বাঁদরের গলায় লোহার চেন, চোখে আইশ্যাডো! নাইট ক্লাবের থিম পার্টি দেখে হতবাক স্বস্তিকা, অনিন্দ্য
Earthquake News: থরথরিয়ে কেঁপে উঠল উত্তর-ভারত, ভূমিকম্পের জেরে প্রবল আতঙ্ক

Weather News: সারাদিন জুড়ে মেঘলা আকাশ, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury