অকেজো ল্যাম্প পোস্টে আতঙ্ক! বর্ষা এলেই যে কোনও সময় বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন, নিশ্চুপ সিএসসি, পুরসভা

অকেজো ল্যাম্প পোস্টে আতঙ্ক! বর্ষা এলেই যে কোনও সময় বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন, নিশ্চুপ সিএসসি, পুরসভা

বর্ষাকালে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর কম নেই। কয়েক বছর আগে মানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ্ত্যু হয় শ্যামল দে-র । সন্ধ্যায় বাড়ি ফেরার বিদ্যুতের স্তম্ভে বিদ্যুৎ লেগে তাঁর মৃত্যু হয়।

এই চত্বরের ক্যানাল ইস্ট রোডের এক বাসিন্দা জানান, “ এই তল্লাটের সকলেই কম-বেশি প্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, বাচ্চারা ভয়ে স্তম্ভের ধারে কাছে ঘেঁষে না।” শুধু শ্যামল বাবুই নন, এই ঘটনার এক মাসের মধ্যে সাহেব বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পুষ্পা বর্মার। শৌচাগারে বিদ্যুৎ লেগে মৃত্যু হয় তাঁর।

Latest Videos

এই নিয়ো তুমুল বিক্ষোভ হয়েছিল ওই অঞ্চলে। মানিকতলার রাস্তার ধারে এমনই বাতিস্তম্ভ রয়েছে। কিন্তু তাতে এলাকা আলোকিত হয় না। সেই আলো বহুকাল আগে থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে। বাল্বের জায়গায় তৈরি হয়েছে পাখির বাসা।

তবে এই স্তম্ভের নাম দিতে চায়না কেউই। পুরসভা বলেছে এই স্তম্ভটি সিএসসি-র। আর সিএসসি বলে ওই স্তম্ভ কার তা পুরসভাই জানে। সবাই গা এড়িয়ে গিয়েছে যে যার মতো। শুধু আজও বর্ষা এলেই ভয়ে কাঁটা হয়ে থাকেন এলাকার বাসিন্দারা।

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
‘অপেক্ষা করুন মানুষ তৃণমূলকে বিদায় দেবে’ বিস্ফোরক শমীক ভট্টাচার্য, দেখুন কী বললেন
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি