Summer Vacation: কমেছে তাপমাত্রা, তাহলে এক্ষুণি গরমের ছুটি কেন? স্কুল খোলা রাখার অনুরোধে শিক্ষামন্ত্রীকে চিঠি অভিভাবকদের

Published : May 02, 2023, 12:13 PM IST
Lucknow Schools DM

সংক্ষিপ্ত

সোমবার মে দিবসের ছুটি থাকায় মূলত শনিবার হয়েই স্কুল ছুটি পড়ে গিয়েছে। কিন্তু কবে থেকে আবার স্কুল খুলবে সেবিষয় কিছুই জানায়নি শিক্ষা দফতর।

২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি, সরকার-পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। সোমবার মে দিবসের ছুটি থাকায় মূলত শনিবার হয়েই স্কুল ছুটি পড়ে গিয়েছে। কিন্তু কবে থেকে আবার স্কুল খুলবে সেবিষয় কিছুই জানায়নি শিক্ষা দফতর। এমনকী স্কুলের শিক্ষিকারাও জানেন না কবে থেকে আবার খোলা হবে স্কুল। তার জন্য অপেক্ষা করতে হবে শিক্ষা দফতরের নতুন নির্দেশিকার জন্য। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে মোটেও খুশি নন অভিভাবকরা। উল্লেখ্য কিছুদিন আগেই প্রবল তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ যাবৎ বন্ধ ছিল স্কুল। স্কুল খোলার এক সপ্তাহের মাথায় ফের ছুটি পড়ে যাওয়ায় বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা।

অন্যদিকে গত কয়েকদিন ধরে যথেষ্ট উন্নতি হয়েছে আবহাওয়ার। মে মাসের দ্বিতীয় দিনেও তাপমাত্রা নিয়ন্ত্রণেই রয়েছে। হচ্ছে দফায় দফায় বৃষ্টিও। তাই এই পরিস্থিতিতে কেন স্কুলগুলিতে তড়িঘড়ি গরমের ছুটি দেওয়া হচ্ছে সেই বিষয় আগেই প্রশ্ন তুলেছিলেন শিক্ষক সংগঠন। এ বার এই মর্মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখে স্কুল খোলা রাখা অনুরোধ জানালেন তাঁরা। স্কুলের প্রধান শিক্ষকদের একাংশের দাবি, বেশ কিছু পড়ুয়া কবে স্কুল খুলবে সে বিষয় প্রশ্ন করেছে। কিন্তু কোনও জবাব না দিতে পাড়ায় অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁদের। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন,'এখন যা পরিস্থিতি তাতে গরমের ছুটি দেওয়ার কোনও মানে নেই। ফের যদি তাপপ্রবাহ হয় তো ছুটি দেওয়া হোক। এখন পড়ুয়াদের স্বার্থে স্কুল খোলা রাখা হোক। আমরা শিক্ষা দফতর এবং শিক্ষামন্ত্রীকে এই মর্মে চিঠিও লিখেছি।'

আরও পড়ুন-

আজ দক্ষিণ দিনাজপুরে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ‘আমাদের অনুকরণ করছে’, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

'কেন্দ্রকে বাংলার মানুষের গায়ের জোর দেখাতে হবে', ইটাহের অভিষেকের সভায় জনজোয়ার

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু