Part Time Teachers: সোম থেকে ক্লাস বয়কয়টের ডাক পার্শ্বশিক্ষকদের, দাবি না মানলে আরও কড়া হুঁশিয়ারি মমতাকে

Published : Apr 20, 2025, 10:00 AM IST
West Bengal government Teachers watches the live telecast of Mamata Banerjee's comment

সংক্ষিপ্ত

Teachers Protest News: সুপ্রিম রায়ে চলে গিয়েছে হকের চাকরি। দিন যত যাচ্ছে ততই তীব্র হচ্ছে আন্দোলন। এবার শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চলেছেন পার্শ্বশিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের বহু স্কুলে পড়ুয়া আন্দাজে শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কম।           

Teachers Protest News: সুপ্রিম রায়ে চলে গিয়েছে হকের চাকরি। দিন যত যাচ্ছে ততই তীব্র হচ্ছে আন্দোলন। এবার শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চলেছেন পার্শ্বশিক্ষকরা। এমনটাই শোনা যাচ্ছে কানাঘুঁষো। সূত্রের খবর, রাজ্যের বহু স্কুলে পড়ুয়া আন্দাজে শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কম। সেই সব বিদ্যালয়গুলিতে পঠন পাঠন স্বাভাবিক রাখতে ভরসা করতে হয় এই পার্শ্বশিক্ষকদের উপর।

জানা গিয়েছে, স্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের সমপরিমাণ কাজ করলেও বেতন তাঁদের সমতুল্য নয়। বরং মাত্র ১৩ হাজার টাকা বেতনে দিনের পর দিন কাজ করে যেতে হচ্ছে তাঁদের। এবার এই সমস্ত পার্শ্বশিক্ষকরা (Teachers Protest News) আগামী সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচদিন ক্লাস বয়কটের ডাক দিয়েছেন তারা।

সূত্রের খবর, নির্দেশিকা অনুযায়ী তাঁদের মোট ২০টি ক্লাস নেওয়ার কথা। পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত। কিন্তু শীর্ষ আদালতের রায়ে চাকরি চলে গিয়েছে বহু শিক্ষক-শিক্ষিকার। ফলে স্কুলের পঠন পাঠন স্বাভাবিক রাখতে এখন একাদশ-দ্বাদশেও ক্লাস করাতে হচ্ছে এই সকল পার্শ্বশিক্ষকদের। তাঁদের দাবি, মাত্র ১৩০০০ টাকা বেতনে আর তারা অতিরিক্ত ক্লাস নিতে পারবেন না। এদিকে রাজ্যে বর্তমানে এই পার্শ্বশিক্ষকদের মোট সংখ্যা ৪২ হাজার। ২০১৮ সালে তাঁদের শেষবার বেতন বৃদ্ধি হয়েছিল।

তারপর থেকে বছরে তিন শতাংশ হারে এই সব পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ে। প্রাথমিক স্কুলের পার্শ্বশিক্ষকদের বেতন ১০ হাজার টাকা এবং হাইস্কুলে পার্শ্বশিক্ষকদের বেতন ১৩ হাজার টাকা। এই বেতন বৃদ্ধির দাবিতে চলতি মাসেই তারা ৭,৮,৯ তারিখ ক্লাস বয়কট করেছিল। তাতে অবশ্য সরকারের তরফে তেমন কোনও সাড়া মেলেনি। এবার মওকা বুঝে ফের আগামী সপ্তাহের ক্লাস বয়কটের ডাক দিয়েছেন তাঁরা (Teachers Protest News)।

একদিকে গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল করে দেওয়া হয়েছে ২০১৬ সালের SLST-র সম্পূর্ণ প্যানেল। চাকরি চলে গিয়েছে এই রাজ্যের ২৫,৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার। হকের চাকরি ফিরে পেতে ঐক্যমঞ্চ বেঁধেছেন সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এবার সেই মওকা বুঝে এবার তাঁদের আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন পার্শ্বশিক্ষকরা। দাবি একটাই-বেতন বৃদ্ধি করতে হবে। না হলে ক্লাস বয়কট করা হবে। 

জানা গিয়েছে, ২০১৮ সালে যৎসামান্য বেতন বৃদ্ধির পর তাঁদের দিকে আর ফিরে তাকায়নি রাজ্য শিক্ষাদফতর। ফলে তারা সেই আতান্তরেই রয়েছেন। এবার চাকরিহারাদের আন্দোলনের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে আগামী সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস বয়কটের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?