
Malda News: ফাঁকা মাঠের মধ্যে কোটা বোমা উদ্ধার। একাধিক কৌটা বোমা উদ্ধারে জেরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গিয়েছে, শনিবার বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহি সিসা এলাকার একটি ফাঁকা মাঠের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বস্তার কাছে যেতেই লক্ষ্য করেন তাতে কৌটার মতো সন্দেহজনক কিছু বস্তু রয়েছে। তারপর স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণবনগর থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বস্তার ভিতরে সন্দেহজনক বস্তু দেখে বোমা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ। এরপর পুলিশ খবর দেয় সিআইডি ও বম্ব স্কোয়াড টিমকে। বোমা উদ্ধারের ঘটনায় ঘটনাাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। তারপর বস্তা থেকে একে একে ১৭টি কৌটা বোমা উদ্ধার করে বম্বস্কোয়াড টিমের সদস্যরা। যদিও এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। কে বা কারা এই বোমাগুলি এখানে ফেলে রেখে দিয়েছে তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গত দু-দিন আগে কালিয়াচকেরই বীরনগর এলাকায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত হয় পাঁচ শিশু। মুর্শিদাবাদে অশান্তির আগুন। ঘরছাড়া আক্রান্ত বহু পরিবার আশ্রয় নিয়েছে বৈষ্ণবনগরের পার লালপুর হাইস্কুলে। তার মধ্যেই একাধিক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
অন্যদিকে, দুজন বাংলাদেশি মহিলা সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করল নদীয়ার ধানতলা থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে আগেই খবর ছিল। সেইমত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নদীয়ার ধানতলা থানার পুলিশ দুজন বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই বাংলাদেশির নাম হল-আয়েশা বিবি ও ইয়াসমিন বিবি। দুজনেই বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা দুজনেই এক ভারতীয় দালাল মারফত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ভারতীয় দালালের সাহায্যে এরপর তারা মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছিলেন। নদীয়ার ধানতলা থানার পুলিশের তরফে ধৃতদের এদিন পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে তোলা হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।