পার্থ চট্টোপাধ্যায়ের পা হঠাৎ করেই ফুলে গেছে। তিনি হাঁটা চলা পর্যন্ত করতে পারছেন না। কেন পা ফুলল, শরীরে আর কী কী সমস্যা রয়েছে- তা দেখার জন্যই জেল কর্তৃপক্ষ হাসপাতালে চিঠি লিখেছে।
নিয়োগ দুর্নীতি মামলায় জেল বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবারই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পা ফুলে ঢোল- হাঁটাচলা করতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই জানিয়েই জেল কর্তৃপক্ষ এসএসকেএম হাসপাতালে চিঠি পাঠিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কী সমস্যা হয়েছে - তা দেখার জন্যই চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছে জেল কর্তৃপক্ষ।
জেল সূত্রে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের পা হঠাৎ করেই ফুলে গেছে। তিনি হাঁটা চলা পর্যন্ত করতে পারছেন না। কেন পা ফুলল, শরীরে আর কী কী সমস্যা রয়েছে- তা দেখার জন্যই জেল কর্তৃপক্ষ হাসপাতালে চিঠি লিখেছে। সূত্রের খবর পা ফোলার কারণে পার্থর পায়ে প্রবল ব্যাথা হয়েছে। দক্ষিণবঙ্গে বর্তমানে প্রবল গরম পড়েছে। পার্থ চট্টোপাধ্যায় তাতেও বেশ কিছুটা কাহিল হয়ে পড়েছেন বলেও জেল সূত্রের খবর।
পার্থ চট্টোপাধ্যায় এর আগে আইনজীবী মারফত একাধিকবার আদালতে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। পার্থর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার মধ্যে একটি পায়ের সমস্যা। দীর্ঘদিন ধরেই পায়ের ব্যাথা রয়েছেন। পাশাপাশি পার্থর শরীর স্থুল। সেই সংক্রান্ত একাধিক সমস্যাও রয়েছে। জেল সূত্রের খবর এর আগে একবার পার্থ চট্টোপাধ্য়ায়ের পায়ের সমস্যা দেখা দিয়েছিল। সেই সময় তাঁর শরীরে ক্রিয়োটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল। তার থেকেই পায়ের ব্যাথা ও ফোলা বেড়েছিল। এবারও সেই সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সেখান থেকেই পিজি হাসপাতালে চিঠি দেওয়া হয়েছে।
Modi Govt 3.0: কথা রাখলেন নরেন্দ্র মোদী, কুর্সিতে বসেই ২০ হাজার কোটি টাকা অনুমোদন ফাইলে সই
২০২২ সালের ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পার্থর কাছে ও তাঁর বান্ধবীর ফ্ল্যাটে প্রচুর পরিমাণে টাকা পাওয়া গিয়েছিল। যা তাদের আয়ের সঙ্গে মেলেনি। সেই কারণে পার্থ ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীকালে নিয়োগ দুর্নীতি মামলাতেও জড়িয়ে পড়ে পার্থর নাম। তারপর থেকেই জেল বন্দি পার্থ। দুর্নীতিতে পার্থর নাম জড়িয়ে পড়ায় মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি দল থেকেও সরিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জোড়া মন্ত্রকের দায়িত্বে সুকান্ত মজুমদার, টক্কর দিলেন শান্তনু ঠাকুরকে