'তুমি ভাল থেকো'! আদালতের মধ্যে পার্থ বললেন তাঁর 'ঘনিষ্ট বান্ধবী' অর্পিতাকে

অর্পিতার সঙ্গে কথা বলার আগেই মামলার অগ্রগতি নিয়ে তাঁর ঘনিষ্ট কয়েক জনের সঙ্গে কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। এই বিষয়েই অর্পিতার সঙ্গেও কথা হয় তাঁর।

 

আদালত চত্ত্বরে দেখা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের। কলকাতার বিচারভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার বিচার শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ও তাঁর ঘনিষ্ট বন্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়। সেখানেই দুজনের মুখোমুখি দেখা হল। তারা একে অপরের সঙ্গে কথাও বলেন। অর্পিতার উদ্দেশ্যে পার্থ বলেন, 'আসি! তুমি ভাল থেকো।'

অর্পিতার সঙ্গে কথা বলার আগেই মামলার অগ্রগতি নিয়ে তাঁর ঘনিষ্ট কয়েক জনের সঙ্গে কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। এই বিষয়েই অর্পিতার সঙ্গেও কথা হয় তাঁর। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্যগ্রহণ হয়। পার্থ- ঘনিষ্ট এক ব্যবসায়ীর সাক্ষ্য নেওয়া হয়।

Latest Videos

এই মামলায় আগেই গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইমত বিচরভবন থেকে ইডির কাছে গুরুত্বপূর্ণ সাক্ষীদের নামও চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন জন সাক্ষীর নাম জমা দিয়েছে ইডি। মঙ্গলবার সেই কলিকায় থাকা প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে। শুনানি হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। বাকি দুজনে সাক্ষীও গ্রহণ করা হয়েছে। তবে বিচার প্রক্রিয়া রুদ্ধদ্বার কক্ষে হওয়ায় তিন জন সাক্ষীর নাম প্রকাশ করা হয়বি।

নিয়োগ সংক্রান্ত মামলায় ইডির তালিকায় ৫৪ অভিযুক্তের নাম রয়েছে। যারমধ্যএ ২৮ জন মানুষ আর ২৫টি সংস্থা রয়েছে। বৃহস্পতিহারক আদালতে পার্থ-অর্পিতা-সব কয়েকজনকে হাজিরা দিতে হয়েছিল। ইডির এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে। সেইমত ইতিমধ্যেই নিম্ম আদালতে চার্জ গঠন করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কেমন আছেন Saif Ali Khan? দেখতে গেলেন Kareena Kapoor Khan! দেখুন #shorts #shortsfeed #shortsvideo
Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
Canning News Today: আধার কার্ড সংযোজন করতেই আবাসের টাকা লোপাট! ঘটনায় চাঞ্চল্য South 24 Parganas
Sukanta on Mamata : 'মাননীয়া নিজের দোষ ডাক্তারদের উপর চাপাচ্ছেন', স্যালাইন কাণ্ডে পাল্টা সুকান্ত