ছেলে কোলে শুভেন্দুর বড় ঘোষণা, স্যালাইনকাণ্ডে ১০ লক্ষ ক্ষতিপুরণের কথাও বললেন

Published : Jan 16, 2025, 09:52 PM IST
BJP leader Suvendu Adhikari holds the newborn child of the victim of the saline incident bsm

সংক্ষিপ্ত

স্যালাইনকাণ্ডে মারা গিয়েছে দেবাশিস রুইদাসের স্ত্রী মামণি রুইদাসের। দুধের শিশু মাতৃহারা। রুইদাস পরিবারের বাড়ির উঠানে দাঁড়িয়ে সদ্যোজাতকে কোলে নিয়ে আদর করেন। 

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সমক্রিত স্যালাইন ব্যবহারে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তেমনই অভিযোগ উঠেছে। এদিন নিহতের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি মাতৃহারা সদ্যোজাতকে কোলে তুলে নেন। নিহত প্রসূতির পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণে দেওয়ার কথাও ঘোষণা করেন। সঙ্গে মাতৃহারা সন্তানের দায়িত্ব নেওয়ার কথাই বলেন।

স্যালাইনকাণ্ডে মারা গিয়েছে দেবাশিস রুইদাসের স্ত্রী মামণি রুইদাসের। দুধের শিশু মাতৃহারা। রুইদাস পরিবারের বাড়ির উঠানে দাঁড়িয়ে সদ্যোজাতকে কোলে নিয়ে আদর করেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, সরকার মামণিদেবীকে খুন করেছে। তিনি আরও বলেন, আরজি করের নির্যাতিতাকে যেভাবে সরকার খুন করেছে সেভাবে মামণিকেও খুন করা হয়েছে। তারপরই তিনি সদ্যোজাতকে কোলে নিয়ে মৃতার স্বামী দেবাশিস রুইদাসের উদ্দেশ্যে লেন, বলেন, 'আপনি বাবা হিসেবে ওর দায়িত্ব পালন করবেন। আমি আপনার দাদা হিসেবে ওর সব দায়িত্ব নিলাম।' তিনি এদিন ২ লক্ষ টাকার চেক দিয়ে যান। পরে আরও ৮ লক্ষ টাকা দেবেন বলেও ঘোষণা করেন। শিশুটির নামে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার কথাও বলেন। তবে তিনি পরিবারের সদস্যদের ৫০ লক্ষ টাকা ক্ষতিপুরণ চাইতেও দাবি করেন।

অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মৃতার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পরিবারের এক সদস্যকে চাকরি দেবেন বলেও ঘোষণা করেছেন। স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অন্য ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে বলেও জানিয়েছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ওটির ভিতর সিসি ক্যামেরা থাকলে অভিযুক্তদের হাতেনাতে ধরা যেত। অপারেশন থিয়েটারের ভিতরেও সিসি ক্যামেরা থাকা উচিৎ বলেও মনে করেন তিনি। একই সুর শোনা গিয়েছে মুখ্যসচিব মনোজ পন্থের গলায়। তিনি বলেন, 'সিসি ক্যামেরা করিডরে থেকে। তাই চিকিৎসকদের গতিবিধি জানতে পারছি না।' তবে মুখ্যমন্ত্রীর মতোই তিনিও বলেছিলেন, 'অস্ত্রোপচারের সময় যে প্রোটোকল মেনে চলা দরকার। তা মানা হয়নি।' সিনিয়র চিকিৎসকরা উপস্থিত না থাকায় জুনিয়র ডাক্তাররাও অপারেশন করেছিলেন বলেও তিনি অভিযোগ করেছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Government Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, টানা ৪ দিন ছুটি, ঘোষণা সরকারের
Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে