আবারও জেলের মধ্যে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, পা ফুলে ঢোল- সঙ্গে দেখা দিয়েছে চর্মরোগ

Published : Oct 29, 2024, 04:45 PM ISTUpdated : Oct 29, 2024, 05:23 PM IST
partha chatterjee

সংক্ষিপ্ত

বেশ কাহিল পার্থ চট্টোপাধ্য়ায়। জেল সূত্রের খবর গত কয়েক দিনধরেই অসুস্থ পার্থ চট্টোপাধ্য়ায়। 

জেলের মধ্যেই ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার জেলে গিয়েই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করলেন চিকিৎসকরা। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। রিপোর্টই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জেল সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকেই জেল বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও পরবর্তীকালে তাঁকে দল ও প্রশাসনিক পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্দি অবস্থাতে এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। সেই সময়ও তাঁর চিকিৎসা হয়েছিল। এবারও বেশ কাহিল পার্থ চট্টোপাধ্য়ায়। জেল সূত্রের খবর গত কয়েক দিনধরেই অসুস্থ পার্থ চট্টোপাধ্য়ায়। পা ফুলে গেছে। চর্মরোগও দেখা গিয়েছে। শরীরিকভাবেও দুর্বল হয়ে গেছেন পার্থ। ইতিমধ্যেই চিকিৎসকরা পরীক্ষা করেছে। জেলে গিয়েই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বেশ কিছু পরীক্ষাও করা হয়েছে। রিপোর্ট এলে সবকিছু খতিয়ে দেখা হবে। যদিও জেলে থাকা অবস্থায় নিয়মিত পার্থ চট্টোপাধ্যয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তাঁকে ওষুধপত্রও দেওয়া হয়। এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ। সেই কথা জানিয়ে জমিনেরও আবেদন করেছিলেন। কিন্তু প্রভাবশালী তকমা থাকার জন্য জামিন মঞ্জুর হয়নি।

পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ওজনবৃদ্ধি সহ একাধিক সমস্যা ছিল তাঁর। পায়েরও সমস্যা ছিল। ২০২২ সাল থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ও তাঁর বান্ধবী অর্পিতার বাড়়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর টাকা। হিসেব বহির্ভূত সেই সম্পত্তি নিয়োগ দুর্নীতি থেকে এসেছে বলেও দাবি করে সিবিআই কর্তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না