ভ্যালেন্টাইন ডে-র আগেই ভাঙল হৃদয়, পুরুষ-‘প্রেমিকা’কে হাজার হাজার টাকা দিয়ে এখন মাথা চাপড়াচ্ছেন প্রেমিক

Published : Feb 11, 2023, 06:06 PM ISTUpdated : Feb 12, 2023, 09:48 AM IST
Semi naked italian woman

সংক্ষিপ্ত

ফোনালাপে ওই তরুণী জানান, পারিবারিক সমস্যা মেটাতে তাঁর কিছু টাকার প্রয়োজন। স্বাভাবিকভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই যুবক।

ফোনে ফোনেই জমেছিল মধুর প্রেমালাপ। শীত থেকে বসন্তে এগিয়েছিল আলাপচারিতা। প্রণয়ের পরিণতি যখন ঘনিষ্ঠতায় গিয়ে পৌঁছয়, তখনই গাঁটখরচ খোয়া গেল মেদিনীপুরের যুবকের। আর সেই গাঁটখরচের পরিমাণ এক বা দুই নয়, একেবারে হাজার হাজার টাকা। কিন্তু, এখানেই অবাক হওয়ার শেষ নয়। খোঁজখবর করে জানা গেল, সেই নমনীয় প্রেমিকা আসলে একজন অতি ধুরন্ধর পুরুষ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানকার এক যুবকের এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কয়েক মাস আগে, যিনি নিজেকে চন্দ্রকোণার বাসিন্দা বলে জানান। বিগত কয়েক মাস যাবৎ প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে আলাপচারিতা চলছিল ওই যুবকের। ফেসবুক থেকে সেই আলাপচারিতা গিয়ে পৌঁছয় ফোনালাপে। তরুণীর মিষ্টি কথায় গলে গিয়ে প্রণয়ের প্রস্তাব দেন অবুঝ প্রেমিক। কিছুদিন পর তরুণী জানান, পারিবারিক সমস্যা মেটাতে তাঁর কিছু টাকার প্রয়োজন। স্বাভাবিকভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই যুবক। এর পর বারবারই সমস্যা আসে এবং দফায় দফায় তিনি তরুণীকে অনলাইনে পাঠাতে থাকেন আর্থিক সাহায্য। এভাবে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নেন ‘প্রেমিকা’ তরুণী।

বারবার ওই তরুণীর সঙ্গে দেখা করতে চাইলেও কিছুতেই যুবকের আহ্বানে সাড়া দিচ্ছিলেন না ‘প্রেমিকা’। সন্দেহ হওয়ায় ওই যুবক যোগাযোগ করেন তরুণীর ভাইয়ের সঙ্গে, যিনি পেশায় একজন মেক-আপ আর্টিস্ট। তাঁকে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল সত্য। বোঝা যায়, মেক-আপ আর্টিস্টের কোনও ‘দিদি’ নেই, আছেন একজন দাদা। যাঁর নাম শঙ্খ মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি তিনি নিজের বলে চালাচ্ছিলেন, সেটি আসলে অন্য কারুর ছবি এবং এতদিন ধরে নারীকণ্ঠ নকল করে তিনি ফোন কলে প্রেম জমিয়েছিলেন।

এরপরেই দাসপুর থানায় প্রতারণার অভিযোগ জানান প্রতারিত যুবক। শঙ্খ মণ্ডল নামের প্রতারক যুবককে আটক করেছে পশ্চিম পুলিশ। নিজের অপরাধের কথা কবুল করে নিয়েছেন অভিযুক্ত।

দাসপুর থানা সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সাইবার ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। এই চক্রে আর কারা যুক্ত রয়েছেন, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। তবে, এখনই তাঁকে গ্রেফতার করেননি তদন্তকারীরা।

 

আরও পড়ুন-
পনেরো বছরের ছোট্ট মেয়ের হাত ধরে ঠায় বসে রয়েছেন বাবা, তুরস্কের ধ্বংসস্তূপের নীচ থেকে যদি একবার সাড়া দেয় ইরমাক
‘সাবধান করা সত্ত্বেও কথা শোনেননি’, ছত্তীসগঢ়ের বিজেপি জেলা সভাপতিকে পরিবারের সামনেই গুলি করে পালাল মাওবাদীরা
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের উদ্ধারকাজে সাহায্য করলে ভারতের কূটনৈতিক লাভ কী? জেনে নিন বিস্তারিত

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI