কেন ধূমপান করতে দেবে না! তারকেশ্বর লোকালে 'ভক্ত' বনাম 'নিত্যযাত্রী' তুমুল মারপিট

ভিড়ে ঠাসা ট্রেন (Train)। তার মধ্যেই শুরু তুমুল বচসা। তাও আবার ধূমপান (Smoke) করা নিয়ে।

ভিড়ে ঠাসা ট্রেন (Train)। তার মধ্যেই শুরু তুমুল বচসা। তাও আবার ধূমপান (Smoke) করা নিয়ে।

মঙ্গলবার, এই ঘটনাটি ঘটেছে। কার্যত ভিড়ে ঠাসা ট্রেন। তার মধ্যেই হটাৎ শুরু হয়ে যায় তুমুল ঝগড়া। সেই ঝামেলা এরপর গড়ায় হাতাহাতিতে। সেইসঙ্গে, চিৎকার-চেঁচামেচি। তবে সেখানেই শেষ নয়, তারপর শুরু হয় মারামারি। শেওড়াফুলি স্টেশনে এই মারধর এবং গন্ডগোলের ঘটনায় ৬ জন যাত্রীকে আটক করেছে জিআরপি (GRP)।

Latest Videos

জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় তারকেশ্বর লোকালে আচমকাই অশান্তি শুরু হয়ে যায়। নিত্যযাত্রীদের (Daily Passengers) সঙ্গে শ্রাবণী মেলায় আসা কয়েকজন যাত্রীর মধ্যে বচসা বেঁধে যায়। শেওড়াফুলি স্টেশনে ট্রেন ঢোকা মাত্রই কয়েকজনকে ট্রেন থেকে নামিয়ে মারধর করা হয়। এরপর সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে সেই মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় রেল পুলিশ। সূত্রের খবর, নেশাগ্রস্ত অবস্থায় কয়েকজন যাত্রী সেই ট্রেনে ওঠেন। তারা একটি কামরায় বসে ধূমপান করতে শুরু করে দেন।

তাই নিয়েই শুরু হয় অশান্তি। শেওড়াফুলি জিআরপির সূত্রে জানা যাচ্ছে, তারকেশ্বর থেকে ভক্ত এবং পুণ্যার্থীদের একটি দল ফিরছিল সেই ট্রেনে। কলকাতার কালীঘাট থেকে তারা এসেছিল। শেওড়াফুলি স্টেশনে রাত ৮টা নাগাদ তারকেশ্বর লোকাল ঢুকতেই দুই পক্ষের যাত্রীদের মধ্যে মারপিট লেগে যায়।

এমনকি, কামরা থেকে কয়েকজনকে টেনে নামিয়েও দেওয়া হয়। সেইসঙ্গে, শুরু হয়ে যায় মারধর। তবে পুলিশ পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জিআরপি মোট ৬ জনকে আটক করেছে।

একেবারে সপ্তাহের ব্যস্ততম দিন মঙ্গলবারে ট্রেনের মধ্যে বচসা। ধূমপান নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা গড়াল হাতাহাতিতে। শেষপর্যন্ত, জিআরপি গিয়ে পরিস্থিতি সামাল দিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today