'বিক্রি করে দেওয়া হচ্ছে পাস', তুমুল অশান্তি শুরু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে, বানচাল হতে পারে চাকরিহারাদের বৈঠক?

সংক্ষিপ্ত

'বিক্রি করে দেওয়া হচ্ছে পাস', তুমুল অশান্তি শুরু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে, বানচাল হতে পারে চাকরিহারাদের বৈঠক?

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভা ডেকেছেন চাকরিহারা ও অশিক্ষক কর্মচারীরা। এই সভার পাস বিলি নিয়েই তারি হচ্ছে তীব্র উত্তেজনা। তুমুল অশান্তির পরিবেশ তৈরি হয়েছে স্টেডিয়ামের বাইরে।

চাকরিহারারা একাংশ অভিযোগ করেছেন, যে টাকার বিনিময়ে পাস বিক্রি করা হয়েছে। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের পাস দেওয়া হয়েছে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন চাকরিহারাদের একাংশ। এই ঘটনার প্রতিবাদেই তুমিল অশান্তি শুরু হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে।

Latest Videos

চাকরিহারাদের এই বাঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরও। অন্যদিকে এই বৈঠক নিয়ে রবিবারই বড় অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, " মুখ্যমন্ত্রী যখন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধানের চেষ্টা করছেন তখন বিরোধীদের মদতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। "

একাংশ চাকরিহারাদের অভিযোগ, বৈঠক বানচাল করে দেওয়ার জন্যই এই অশান্তি শুরু হয়েছে। এখন কোন পথে যোগ্য ও অযোগ্য বাচাইয়ের পর্ব শেষ করা যায় তা নিয়েই মতামত দিতে পারেন মুখ্যমন্ত্রী।

এই রাজ্যে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক। বাতিল হয়ে গিয়েছে ২০১৬-এর SSC-এর পুরো প্যানেল। চাকরি গিয়েছে অযোগ্য প্রার্থীদেরও। যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিমকোর্ট।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের