শতাধিক রোগীদের জন্য বরাদ্দ মাত্র একজন নার্স! বিধায়ককে ঘিরে বিক্ষোভ হাসপাতালে

Published : Sep 01, 2025, 08:22 PM IST
BTSC Staff Nurse Recruitment 2025

সংক্ষিপ্ত

রাজ্যের জেলা হাসপাতালগুলিতে নার্স সংকট। পরিষেবা পর্যাপ্ত দিতে না পারায় বিক্ষোভ। বিক্ষোভের মুখে স্থানীয় বিধায়ক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Memari Hospital News: ফের সামনে এল রাজ্যের জেলা হাসপাতালগুলিতে নার্স সংকটের চিত্র। চিকিৎসক, যন্ত্রপাতি, পরিকাঠামো সব থাকলেও পর্যাপ্ত সংখ্যক নার্স না থাকায় সাধারণ রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এর জেরে পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে রোগীর পরিজনদের বিক্ষোভের মুখে পড়তে হল স্থানীয় বিধায়ককে। রবিবার হাসপাতালে হঠাৎই পরিদর্শনে যান মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। সেখানেই বিধায়ককে কাছে পেয়ে অভিযোগ জানাতে শুরু করেন রোগীর পরিজনেরা।

অভিযোগ, শতাধিক রোগীর জন্যে একজন নার্সকেই সমস্ত দায়িত্ব সামলাতে হচ্ছে। পর্যাপ্ত নার্স না থাকার কারণে রোগীরা প্রয়োজনীয় পরিষেবা সঠিক ভাবে পাচ্ছেন না। এরপরই সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ। অন্যদিকে, হাসপাতালের কর্তব্যরত নার্সদের কথায়, ' প্রতিদিন এই গ্রামীণ হাসপাতালে দূরদূরান্ত থেকে রোগীরা আসে, বেড সংখ্যাও বাড়ানো হলেও, পর্যাপ্ত পরিমাণে নার্সের সংখ্যা না থাকায়, প্রতিদিন চিকিৎসা পরিষেবার মান কমে যাচ্ছে। ১০৭ জন রোগীর জন্যে ১ জন নার্স থাকলে সেখানে আমাদেরও পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে যেমন, ঠিক তেমনই রোগীদের ক্ষেত্রে পরিষেবা পেতেও অসুবিধা হচ্ছে।'

যদিও বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এদিকে, এই সমস্যাকে হাতিয়ার করে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিরোধী শিবির। স্থানীয় এক বিজেপি নেতার কথায়, 'রাজ্যের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে, এই সরকার জনগনকে আর কোনও পরিষেবাই দিতে পারবে না। সম্পূর্ণ ভাবে ব্যর্থ একটা সরকার চলছে রাজ্যে।

পাশাপাশি এক স্থানীয় তৃণমূল নেতার কথায়, ‘পূর্ব বর্ধমানের কোনও হাসপাতালে নার্সের সংখ্যা একেবারে নেই তা নয়, কিছু কিছু হাসপাতালে সংখ্যাটা অপেক্ষাকৃত কম হতে পারে। আমাদের বিধায়ক কথা দিয়েছেন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।’

 স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরেই নার্স ঘাটতি রয়েছে। অবসর, বদলি এবং শূন্যপদ পূরণ না হওয়ায় সংকট আরও বাড়ছে। এরই মধ্যে সামনে রাজ্যের বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যের স্বাস্থ্য দফতরগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, দ্রুততার সঙ্গে শূন্যপদ পূরণের কাজ সম্পন্ন করা হবে। 

প্রায় আট হাজারেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। এর মধ্যে ৫০১৮ জন নার্সের শূন্যপদ পূরণ করা হবে। এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিএইচআরবি)-কে। যাতে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ঘাটতি দূর হয়। তবে প্রশ্ন উঠছে, প্রতিবারই আশ্বাস দেওয়া হলেও কেন বাস্তবে সমাধান মেলে না। রোগীর পরিবারের বক্তব্য, 'শুধু আশ্বাসে চলবে না, এখনই পদক্ষেপ প্রয়োজন।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর এ কী মন্তব্য আব্দুর রহিম বক্সির? দেখুন
আইটিসি সঙ্গীত সম্মেলন ২০২৫ চলছে মহা আড়ম্বরে! সঙ্গীতের মহামঞ্চে সম্মানিত এই কিংবদন্তী শিল্পী