
West Bengal News: একটানা বৃষ্টি। তার উপরে গোদের উপর বিষফোঁড়ার মতোন ভাঙা রাস্তা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মথরাপুর ২ নম্বর ব্লকের যোগেন্দ্রপুর এলাকায় রাস্তার উপরে হাটু সমান জল। রাস্তায় রয়েছে বড় বড় গাড্ডা। স্কুলের ছেলেমেয়ে থেকে পথচারীরা যাতায়াত করতে গিয়ে পড়ছেন সমস্যায়। সেই অভিযোগ তুলে প্রায় শতাধিক মানুষ রাস্তা আটকে বিক্ষোভ করেন। হঠাৎ ঘটনাস্থলে মথুরাপুর দু'নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি এসে পড়ে। বিক্ষোভকারীরা গাড়ি আটকে রাখেন। শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভূষণ ভান্ডারী গাড়ি থেকে নামেন বিক্ষোভকারীদের কাছ থেকে মাইক নিয়ে রাস্তার এই বেহাল দশার জন্য ক্ষমা চান। জানান, ’রাস্তায় কাজ করানোর জন্বিয বিভিন্ন জায়গায় তিনি দরবার করেছেন। রাস্তার কাজ করবেন। বিক্ষোভকারীদের দাবি কবে কাজ হবে কথা দিলে তবে গাড়ি ছাড়া হবে। এখনো চলছে বিক্ষোভ সভাপতিকে ঘিরে।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে ভোর তিনটে নাগাদ মনি নদীতে ডুবে গেল একটি মৎস্য জীবি ট্রলার। মা অন্নপূর্ণা নামে এই ট্রলারটি ইলিশ ধরা জাল, বরফ, ও ৪০০০ লিটার ডিজেল তেল নিয়ে তৈরি হচ্ছিল বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে। ট্রলারটি এসে যখন রায়দিঘি জেটিতে নোঙর করছিল, ঠিক সেই সময়ে সিমেন্টের জেটি থেকে বেরিয়ে থাকা দুটি মোটা লোহার রড ট্রলারের পাতাটনে ঢুকে গিয়ে এক সাইট ফেঁসে যায়। সঙ্গে সঙ্গে ট্রলারের মধ্যে জল ঢুকতে থাকে। রাত তিনটে নাগাদ মনি নদীর তীরের কাছাকাছি রায়দিঘী জেটির পাশে ডুবে যায় ট্রলারটি। ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লক্ষাধিক টাকার বেশি।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লকে উত্তর চুনাখালী এলাকায় থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। অভিযুক্ত দেবাশীষ চক্রবর্তী বয়স ৩০। অবৈধভাবে চলে এসেছিল এ রাজ্যে। বাসন্তী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ।
পাথর প্রতিমার গোপালনগর অঞ্চলের মহেন্দ্রনগর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত ১আহত ১। মৃত ব্যাক্তির নাম গোবর্ধন মাইতি(৬৮), দাদাকে বাঁচাতে গিয়ে আহত নারায়ণ মাইতির(৫৮)অবস্থা আশঙ্কজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বিদ্যুতের লাইনের সমস্যা হওয়ায় বাড়ির মধ্যে তার নিয়ে কাজ করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় গোবর্ধন মাইতি ৬৮ বছর বয়স। দাদাকে বিদ্যুৎপৃষ্ট হতে দেখে ছাড়াতে গিয়ে গুরুতর আহত হয় ভাই নারায়ণ মাইতি, তার অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।