Pet Dog: বিদেশি কুকুর পুষতে হলে লাগবে লাইসেন্স! সেপ্টেম্বরের মধ্যেই নিয়ম বাধ্যতামূলক করছে হাওড়া পুরসভা

Published : Aug 19, 2025, 08:19 PM IST
Dog

সংক্ষিপ্ত

Pet Dog: বাড়িতে বিদেশি প্রজাতির কোনও কুকুর পুষতে হলে এবার থেকে লাগবে লাইসেন্স। নতুন এই নিয়ম চালু করছে হাওড়া পুরসভা।

Pet Dog: বিদেশি কুকুর পুষতে গেলে লাগবে লাইসেন্স (pet dog license)। আর সেই নিয়ম এবার বাধ্যতামূলক করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই। অর্থাৎ, বাড়িতে বিদেশি প্রজাতির কোনও কুকুর পুষতে হলে এবার থেকে লাগবে লাইসেন্স। নতুন এই নিয়ম চালু করছে হাওড়া পুরসভা (hybrid dogs license)। 

ঠিক কী জানা যাচ্ছে?

আসন্ন সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হাওড়া পুরসভার তরফ থেকে এই লাইসেন্স দেওয়া হবে। সেইজন্য মালিকের আধার কার্ড এবং সংশ্লিষ্ট বিদেশি প্রজাতির কুকুরের ভ্যাকসিনেশন সার্টিফিকেটও লাগবে বলে জানা গেছে। তবে বিদেশি কুকুর বাড়িতে রাখতে গেলে লাইসেন্স নেওয়ার নিয়ম আগেই চালু করেছিল কলকাতা পুরসভা। কিন্তু সেই নিয়ম হাওড়াতে তখন চালু করা হয়নি। 

তবে এবার হাওড়া পুরসভাও একই সিদ্ধান্ত নিল। বিদেশি পোষ্যের জন্য লাইসেন্স থাকা কার্যত, বাধ্যতামূলক কোর্ট চলেছে তারা। সেইজন্য পুরসভার ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করা যাবে। প্রত্যেক বছর ১৫০ টাকা জমা দিয়ে লাইসেন্স সংগ্রহ করতে পারবেন মালিকরা।

এই প্রসঙ্গে হাওড়ার মুখ্য পুর প্রশাসক সুজয় চক্রবর্তী কী বলেছেন? 

তাঁর কথায়, ‘‘কলকাতা পুরসভার পর এবার হাওড়া পুর এলাকাতেও এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতি বছর লাইসেন্স নবীকরণ করতে হবে। বিদেশি এবং হাইব্রিড জাতীয় কুকুর বাড়িতে রাখতে গেলে, লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি, এরপর থেকে বিদেশি পাখি পোষার ক্ষেত্রেও এই ধরনের লাইসেন্সের ব্যবস্থা চালু করা হবে।’’ 

পুরসভা সূত্রে জানা গেছে, কেউ যদি লাইসেন্স না করান, তাহলে তাঁকে প্রথমে সতর্ক করা হবে। তবে তারপরেও কাজ না হলে, সেই পোষ্য মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। পোষ্য কুকুরদের জন্য পুরসভার তরফ থেকে এই লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে শহরবাসীর স্বার্থের কথা মাথায় রেখেই। 

অন্যদিকে, পথকুকুরদের নির্বীজকরণের জন্য একটি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে হাওড়া পুরসভা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আদিনা মসজিদ আদতে আদিনাথ মন্দির, রাজ্যসভায় দাবী করেছিলেন শমীক, দেখুন কী বলছেন তিনি
শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস