
SSC Scam Supreme Court: পুনর্বিবেচনার সমস্ত আবেদন খারিজ (ssc scam supreme court judgement)। স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সমস্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে দেশের উচ্চ ন্যায়ালয়। যে কটি আর্জি হয়েছিলম তার সবকটিকেই পত্রপাট খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (ssc scam supreme court verdict)।
মঙ্গলবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পুনর্বিবেচনার যাবতীয় আর্জি খারিজ করেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিটের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে একটি বিষয় স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে।
প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, পুনর্বিবেচনার আবেদন করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং চাকরিহারা সহ বিভিন্ন পক্ষ। গত ৫ অগাস্ট, সেই শুনানি শেষ হয়। উল্লেখ্য, বিচারপতিদের চেম্বারেই চলে সেই শুনানি। এবার দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, আদালতে আর শুনানির দরকার নেই। তারা পুনর্বিবেচনার আবেদন কার্যত, খারিজ করে দিচ্ছে।
নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি সহ পাহাড় প্রমাণ বেনিয়মের অভিযোগে গত ৩ এপ্রিল, এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। আদতে সেই সংখ্যাটা হল ২৫,৭৩৫। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেলটিকেই বাতিল করে দেয়। আদালত জানায়, সঠিক তথ্য না থাকার জন্যই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেলকেই বাতিল করে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আর তারপর ঠিক এক মাসের মাথায়, এসএসসি এবং রাজ্য সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি তথা রিভিউ পিটিশন দাখিল করে। সেইসঙ্গে, আবেদন জানায় চাকরিহারাদেরও একাংশ। সবথেকে বড় বিষয়, রায়ের ক্ষেত্রে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় মধ্যশিক্ষা পর্ষদও। তাদের দাবি ছিল, এত শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হয়ে গেলে রাজ্যের শিক্ষাব্যবস্থা কার্যত, ভেঙে পড়বে।
তাই ১৭ এপ্রিল, পর্ষদের সেই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, অযোগ্যদের বাদ রেখে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত, তাদের চাকরি বহাল রাখা হবে।
তবে ৩১ মে-র মধ্যে রাজ্যকে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর জন্য বিজ্ঞপ্তি দিতে হবে। এবার সেই নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য। সেইসঙ্গে, রায়ের পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। কিন্তু সেই আর্জি এবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।